নেই পর্যাপ্ত জল ও খাবার! ইস্তানবুল বিমানবন্দরে আটকে ৪০০ ভারতীয় যাত্রী
400 Indian passengers stranded at Istanbul airport due to lack of water, food

Truth Of Bengal: নেই পর্যাপ্ত জল, খাবার। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইস্তানবুল বিমানবন্দরে আটকে ৪০০ জন ভারতীয় যাত্রী। চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। তাঁদের অভিযোগ, ইন্ডিগো কর্তৃপক্ষ তাদের সঙ্গে ঠিক করে যোগাযোগ করছেন না। পর্যাপ্ত খাবার ও থাকার জায়গা তাঁদের দেওয়া হয়নি। জানা যায়, বিমান চলাচলে দেরির কারণে এই অবস্থা।
জানা যায়, গতকাল ইস্তানবুল থেকে দিল্লিগামী একটি বিমান রাত ৮.১০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু, সেই বিমান ছাড়তে দেরি করে। জানানো হয়, পরের দিন দুপুর ১.৩০ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করবে। অভিযোগ, তা জানানোর পর ইন্ডিগোর কোনও কর্মী যাত্রীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি। এ নিয়ে সোশ্যাল মডিয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা।
We have a flight from Istanbul to Delhi operated by @IndiGo6E almost 500 people stranded in the airport, actual time is 20:10 but now they said due to some unforeseen reason it is delayed to next day afternoon 13:30 pm, such bullshit, is this the way you treat your passengers pic.twitter.com/MXDdvnVnBX
— TARAKavignesh_ (@mtarakavignesh) December 11, 2024
অন্যদিকে, ইস্তানবুল থেকে মুম্বইগামী একটি বিমান গতকাল রাত ৮.১৫তে ছাড়ার কথা ছিল। প্রথমে বলা হয় সেটি রাত ১১টায় যাত্রা শুরু করবে। কিন্তু পরে ঘোষণা করা হয় পরের দিন অর্থাৎ ১৩ তারিখ সকাল ১০টায় তা ছাড়বে। ফলে ইস্তানবুল বিমানবন্দরে প্রায় ৪০০ জন যাত্রী আটকে পড়েন।
এক বিমানযাত্রী ক্ষোভ উগড়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, দীর্ঘ সময় রে আমরা আটকে। বিমান দেরিতে থাকলেও যাত্রীদের খাবার, জল, থাকার জায়গা দেওয়া হয়নি। শুধু তাই নয়। কোনও আপডেট পর্যন্ত দেওয়া হয়নি ইন্ডিগোর তরফে বলেও অভিযোগ। এই ঘটনার পরেই ইন্ডিগোর যাত্রী পরিষেবা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।