আন্তর্জাতিক

পিটার্সবার্গে জলে ডুবে মৃত্যু ৪ ভারতীয় মেডিকেল পড়ুয়ার

4 Indian medical students drowned in Petersburg

The Truth Of Bengal : জলে ডুবে মৃত্যু হল ৪ ভারতীয় মেডিকেল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকার।

জানা যায়, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গে জলে ডুবে মৃত্যু হল ৪ ভারতীয় মেডিকেল পড়ুয়ার। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। চারজন ছাত্রই ভেলিকি নভগোরড শহরের কাছের নভগোরড স্টেট ইউনিভার্সিটিতে পাঠরত ছিলেন। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভলখভ নদীর তীরে ঘুরতে বেরিয়েছিলেন পাঁচজন পড়ুয়া। এরপর অসাবধানতায় একজন পড়ুয়া জলে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আরো চারজন সহপাঠী নদীতে ঝাঁপিয়ে পড়ে।

এরপর অনেক প্রচেষ্টার পরে ওই ছাত্রকে বাঁচাতে সক্ষম হয় বাকি চারজন পড়ুয়া। তবে তাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তার চার সহপাঠীর। রাশিয়ার কনসুলেট জেনারেল জানান, ইতিমধ্যে সেই চারজন ছাত্রের মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও নিহতদের পরিবারের উদ্দেশ্যে শোকবার্তা জানিয়েছেন তিনি।