ইসরায়েলি হানায় প্রতিদিন মাতৃহারা হচ্ছে ৩৭ জন শিশু, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
37 children are losing their mothers every day in the Israeli attack, a sensational report came out

The Truth of Bengal: এখনও থামেনি প্যালেস্টাইনের বিরুদ্ধে হামলা। গত ৭ মাস ধরে প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইজরায়েল। এই যুদ্ধে এখনও পর্যন্ত ৩৪ হাজার ৬০০ প্যালেস্তিনীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৭ হাজার ৮০০ জন। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে যুদ্ধে অনড় ইসরায়েল। প্রতিদিন নতুন নতুন জায়গায় হামলা চালাচ্ছেন ইসরায়েল। হামাস নিধনের জন্য চালানো হামলায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।
ইসরায়েলের আক্রমণ নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে প্যালেস্টাইন উদ্বাস্তুদের হয়ে কাজ করা রাষ্ট্রপুঞ্জের একটি সংস্থা। ওই রিপোর্টে দাবি ওরা হয়েছে, গাজার মাটিতে এখনও পর্যন্ত ১০ হাজার মহিলাকে হত্যা করা হয়েছে এবং ১৯ হাজার মহিলা আহত। প্রতিদিন মাতৃহারা হচ্ছে ৩৭ জন শিশু। গাজায় খাবার, জল নেই। নেই ওষুধের জোগান।
কবে থামবে এই আক্রমণ? আন্তর্জাতিক মহলের এই প্রশ্নে নিরুত্তর ইসরায়েল। বরং তারা হামলার তীব্রতা বাড়াচ্ছে। এখন প্যালেস্টাইনের মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি। এমন পরিস্থিতির মাঝে এবার সামনে এল শিশুদের নিয়ে এই চাঞ্চল্যকর রিপোর্ট। এবার কী আন্তর্জাতিক মহল আরও চাপ বাড়াবে ইসরায়েলের ওপর, যাতে যুদ্ধে লাগাম টানে তারা? এই প্রশ্ন ঘুরছে।
‘মা’ এই একটি অক্ষরের মধ্যে লুকিয়ে থাকে স্নেহ, ভালোবাসা, আবেগ, অনুভূতির মতো জীবনের গূঢ় তত্ব। ভয়ংকর যুদ্ধ শিশুদের থেকে কেড়ে নিচ্ছে সেই সব পেয়েছির আঁচল। তথ্য বলছে, রক্তস্নাত গাজার (Gaza) মাটিতে প্রতিদিন মাতৃহারা হচ্ছে ৩৭ শিশু। শুধু তাই নয়, দিন যত গড়াচ্ছে গাজায় জল ও খাদ্য সংকট আরও চরম আকার নিচ্ছে। যার জেরে বিপদের মুখে সেখানকার লক্ষাধিক গর্ভবতী মহিলা। সেই লক্ষ্যে রাফায় আক্রমণের ধার তীব্র করেছে ইজরায়েলি সেনা। দিন পাঁচেক আগেই রাফায় ‘অগ্নিবর্ষণ’ করেছিল তেল আভিভ। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৩ জন।