সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র,নিহত ৩৫ আইএস যোদ্ধা
35 ISIS fighters were killed in US airstrikes in Syria

Truth of Bengal: সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান সিরিয়ার মরুভূমিতে ইসলামিক স্টেটের বেশ কয়েকটি ক্যাম্পে আঘাত হেনেছে। এতে গোষ্ঠীটির ৩৫ জন সদস্য নিহত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক স্টেটের একাধিক শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং গত সোমবার সন্ধ্যায় এই হামলায় কোনও বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে টার্গেট করা কর্মকর্তাদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে, যেখানে ইজরায়েল ইরান সমর্থিত হিজবুল্লা এবং হামাসের সঙ্গে যুদ্ধ করছে।
ইরান ও হিজবুল্লার পাশাপাশি তাদের মিত্র সিরিয়াও সংঘাতে জড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই অস্থিতিশীল এ অঞ্চল নিয়ে আন্তর্জাতিক অস্বস্তি বাড়িয়েছে। সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক আইএসবিরোধী জোটের অংশ হিসাবে সিরিয়ায় প্রায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
এর আগে, গত সপ্তাহে জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে মার্কিন ও ইরাকি বাহিনী। ওই সময় বাগদাদ বলেছিল, যৌথ অভিযানে অন্তত ৯ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে দেশটিতে আইএসের শীর্ষ নেতাও ছিলেন। গত ১৮ অক্টোবর সেন্টকম বলেছিল, ইরাকি হামলায় গোষ্ঠীটির শীর্ষ এক নেতা-সহ অন্য তিন যোদ্ধা নিহত হয়েছেন।