আন্তর্জাতিক

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা! বাংলাদেশের কুমিল্লায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩

3 dead in a tragic road accident in Comilla, Bangladesh

Truth Of Bengal: মর্মান্তিক পথ দুর্ঘটনা বাংলাদেশের কুমিল্লা আদর্শ সদর উপজেলায় । একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে মারে বিদ্যুতের খাঁটিতে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের মধ্যে থাকা ৩ কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমতী নদীপাড় পালপাড়া এলাকার কুমিল্লা বুড়িচং সড়কে। যে ৩ জন কিশোরের মৃত্যু হয়েছে সেই ৩ জনের মধ্যে রয়েছে ১৪ বছরের আহাদ হোসেন, সে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার বাসিন্দা। বাকি যে দুজন ছিল তার মধ্যে আরও একজনের বয়স ১৬ বছর যার নাম মিনহাজুল ইমন। তিনি ভুবনগড় এলাকার বাসিন্দা। অপরদিকে যে আরও একজন ছিলেন তাদের সঙ্গে, তার বয়স ১৫ বছর, তিনি পাশের বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার বাসিন্দা যার নাম মোহাম্মদ ইমন। এই পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জনেই মোটরবাইকে করে একটি বিয়ে বাড়ি যাচ্ছিল। যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং গিয়ে সজোরে ধাক্কা মারে এক বিদ্যুতের খুঁটির সঙ্গে। ঘটনাস্থলেই ওই ৩ জন কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি মডেল থানার পুলিশ। ৩ জনের দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

এই পথ দুর্ঘটনা সম্পর্কে এক পুলিশ কর্তা বলেন শীতের কারণে দৃশ্যমানতার একটা অভাব দেখা দিচ্ছে। যে কারণে পথ দুর্ঘটনার মতো সমস্যা বেড়ে চলেছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে।

Related Articles