আন্তর্জাতিক

আফগানিস্তানের বন্যায় মৃত ২০০

The Truth of Bengal : আফগানিস্তানের বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় একদিনে দুইশরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।শনিবার জাতিসঙ্ঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানি গণমাধ্যমে জানান হয়েছে, শুক্রবার ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি দেখা দিয়েছে। বন্যায় বাঘলান প্রদেশে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, শুধুমাত্র বাঘলানে জাদিদ জেলাতেই দেড় হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া শতাধিক নাগরিক নিহত হয়েছে। তালেবান সরকার জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত ৬২ জন মারা গেছে।

এদিকে, আরো কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলের তাকহার প্রদেশে বন্যায় ২০ জন প্রাণ হারিয়েছেন।

শুক্রবারের বৃষ্টিতে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশ, মধ্য ঘোর প্রদেশ ও পশ্চিম হেরাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায়বিদ্ধস্ত এলাকা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। আফগানিস্তান পৃথিবীর অন্যতম একটি গরিব দেশ। বিজ্ঞানীদের মতে, এমন বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য দেশটি প্রস্তুত নয়। গত চার দশক আফগানিস্তানে যুদ্ধ-বিগ্রহ লেগে রয়েছে। এ কারণে দেশটির অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় অনেকটাই দুর্বল। এমত অবস্থা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রাক্ষা করাটা অনেকটাই কোঠিন আফগানিস্তানের কাছে।

Related Articles