আন্তর্জাতিক

আজও ওপার বাংলায় ১১ ঘণ্টা কার্ফু শিথিল

11-hour curfew is still relaxed in West Bengal today

The Truth Of Bengal: মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকা সহ গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলাগুলিতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্ফু শিথিল থাকবে। রোববার এবং সোমবারও এমনই  এগারো ঘণ্টা কার্ফু শিথিল রাখা হয়েছিল।

শনিবার রাতে ওদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজ বাসভবন তথা ঢাকার ধানমন্ডিতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনের মধ্যমে রবি-সোম-মঙ্গলের কার্ফু সম্পর্কে ওদেশের সংবাদ মাধ্যমকে জানান। তিনি জানান, অন্য জেলাগুলির ক্ষেত্রে সেই জেলার জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্ফুর সময় বিধি সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন।

চলতি মাসে কোটা সংস্কার আন্দোলনে গোটা বাংলাদেশে বিক্ষোভ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ও সংঘর্ষ-এর মতো ঘটনা ছড়িয়ে পড়ে। যার জেরে এসকল ঘটনায় এ পর্যন্ত বহু মানুষ আহত ও নিহত হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে এই আনদলনের কারণে সারা দেশে কার্ফু জারি হয়। ওই একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখনো পর্যন্ত বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী। বর্তমানে ধীরে ধীরে কার্ফু শিথিল করছে সরকার।

Related Articles