ভেনেজুয়েলায় নির্বাচনে ‘কারচুপি’র প্রতিবাদে সরব আমজনতা , মৃত ১
1 dead as people protest 'rigged' elections in Venezuela

The Truth Of Bengal : ভেনেজুয়েলায় নির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ তুলে প্রতিবাদে উত্তাল পরিস্থিতি। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ হয় ভেনেজুয়েলায়। ফলপ্রকাশের পরে দেখা যায়, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তারপরেই দেশের সাধারণ মানুষ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়। প্রতিবাদে পথে নামে হাজার হাজার মানুষ। তাদের মধ্যেই মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে জানা যায়, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকাও। কার্যত , প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তোলায় লাতিন আমেরিকার ৭ টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে ভেনেজুয়েলা। বর্তমানে, প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি ভেনেজুয়েলায়।
প্রসঙ্গত, ভেনেজুয়েলাতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ হয় সোমবার। যেখানে দেখা যায়, ৫১.২% ভোট পেয়ে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। কিন্তু এই ফলাফল মানতে নারাজ বিরোধীরা। বিরোধীদের দাবি, তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুশিয়া ৭৩.২ শতাংশ ভোট পেয়েছেন। কারচুপি করে বদলে দেওয়া হয়েছে নির্বাচনের ফলাফল। দেশের বিরোধী দলনেতা মারিয়া কোরিনা মাচাদো দাবি করেন, নিকোলাস মাদুরোর থেকে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন বিরোধী পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুশিয়া। ভোটের ফলপ্রকাশের পরেই প্রতিবাদের ঝড় তুলেছেন আমজনতা। হাজার হাজার মানুষ নেমে পড়েছেন ভেনেজুয়েলার পথে। ‘স্বাধীনতা চাই’ স্লোগান তুলে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। অপরদিকে এই প্রতিবাদী আন্দলোন দমন করতে কড়া ভূমিকা নিয়েছে পুলিশও। কাঁদানে গ্যাস আর রবার বুলেট ছুঁড়ে বিক্ষোভ দমনের চেষ্টা চলছে। ইতিমধ্যেই এক প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। অন্তত ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ এই প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, কোস্টা রিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়ে। এই দেশের সমস্ত রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল। নিজেদের কূটনীতিকদেরও ওই দেশগুলো থেকে ফিরে আসতে বলেছেন তিনি।