“বউদের ভারতীয় শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছেন না?” – বিরোধীদের কড়া চ্যালেঞ্জ শেখ হাসিনার
"Why don't you burn your wives' sarees first?": PM Sheikh Hasina throws challenge to BNP's India Boycott campaign

Truth of Bengal:”বউদের কাছ থেকে ভারতীয় শাড়িগুলো এনে কেন পুড়িয়ে দিচ্ছেন না?” – ভারতের পাশে দাঁড়িয়ে বিরোধীদের প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। বিরোধী বিএনপি বাংলাদেশ সরকারের বিরোধিতা করতে গিয়ে বাজার অর্থনীতিকেই ধাক্কা দিচ্ছে বলে শেখ হাসিনা মনে করছেন। যার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য লেনদেন মার খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তাই শেখ হাসিনা বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন- এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদেশ্যে প্রশ্ন করে বলেন, “আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করুন তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে তাদের বউদের কাছ থেকে সেই শাড়িগুলো এনে কেন পুড়িয়ে দিচ্ছেন না?” এই ভাষায় বিরোধীদের একহাত নিয়েছেন আওয়ামি লিগের নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি প্রতিবেশী দেশের বিরোধী দল ভারত বয়কটের ডাক দিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। সেদেশের মানুষকে বাংলাদেশের পণ্য বয়কটে প্ররোচিত করছে।রুহুল কবির নামে বাংলাদেশের বিএনপির এক শীর্ষ নেতা প্রকাশ্য সভায় বলেন,ভারত বাংলাদেশের মানুষকে সমর্থন করে না, নয়াদিল্লি আসলে আওয়ামি লিগকে সমর্থন করে। সেই কারণেই মানুষ ভারতীয় পণ্য বয়কট করছে।
তবে ভারতের পাশে দাড়িয়ে কড়া ভাষায় বি এন পির নেতৃত্বের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।