মদ্যপানের বাজি ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
Youth sacrificed for gambling, dies after drinking alcohol in Karnataka

Truth Of Bengal: ঘটনাটি কর্নাটকের একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার উদাহরণ, যেখানে বন্ধুর সঙ্গে মদ্যপানের বাজি ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক, কার্তিক (২১)। জানা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে এক আড্ডায় মদ্যপান করছিলেন কার্তিক। সেই সময় বন্ধু বেঙ্কট রেড্ডি, সুব্রামণি এবং আরও চারজনের সঙ্গে একটি কথোপকথনের সূত্র ধরে মদ্যপানের প্রতিযোগিতা শুরু হয়। বিষয়টি ছিল এক ধরনের অহংকার, যেখানে কার্তিক দাবি করেন যে, তিনি বাকিদের চেয়ে অনেক বেশি পরিমাণ মদ্যপান করতে পারেন।
এই দাবিকে বাস্তবে রূপ দিতে কার্তিক বাজি ধরেন যে, তিনি পরপর পাঁচ বোতল মদ একবারে শেষ করতে পারবেন। শর্ত অনুযায়ী, যদি তিনি সফল হন, তবে বন্ধু বেঙ্কট তাঁকে ১০ হাজার টাকা দেবেন। বাজি জেতার উদ্দীপনায় কার্তিক একে একে চার বোতল মদ পান করেন। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়, তবুও তিনি পঞ্চম বোতলটি পান করতে এগিয়ে যান। সেই বোতলটি পান করার পর তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন।
বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও, শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় কার্তিকের মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর পর তাঁর পরিবার অভিযোগ করে যে, এই মৃত্যুর জন্য মূলত বন্ধুরাই দায়ী। তাই তারা কার্তিকের ছয় বন্ধুর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। ইতিমধ্যেই বেঙ্কট এবং সুব্রামণিকে গ্রেফতার করেছে পুলিশ, আর বাকিদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।
এই ঘটনাটি আরও বেশি বেদনাদায়ক হয়ে ওঠে এই কারণে, যে মাত্র এক বছর আগে কার্তিকের বিয়ে হয়েছিল এবং আট দিন আগেই তিনি বাবা হয়েছেন। তাঁর স্ত্রী সদ্য এক সন্তানের জন্ম দিয়েছেন। এক নতুন জীবনের শুরুতেই এভাবে কার্তিকের মৃত্যু তাঁর পরিবারের ওপর চরম আঘাত হিসেবে এসেছে। পরিবার ও স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা আর না ঘটে।