দেশ

পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার যুবক

Youth arrested on charges of Pakistani espionage

The Truth Of Bengal : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেফতার যুবক। গুজরাটের ‘অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড বা এটিএস গ্রেফতার করেছে ওই যুবককে। গ্রেফতার হওয়া যুবকের নাম মহম্মদ সাকলাইন। বাড়ি গুজরাতের জামনগরে। রবিবার একটি অভিযানে তাকে গ্রেফতার করে এটিএস। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের একটি চক্রের সঙ্গে যোগাযোগ রাখছিল। তার বিরুদ্ধে পাকিস্তানে বিভিন্ন তথ্য পাচার করার অভিযোগ আছে।

গত বছর পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাট থেকেই লাভশঙ্কর মহেশ্বরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এটিএস। তদন্তে উঠে আসে ওই ব্যক্তি পাকিস্তানের বাসিন্দা। এদেসে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করিয়ে থাকছিল। সেই লাভশঙ্করকে সিম কার্ড সরবরাহ করেছিল মহম্মদ সাকলাইন।

২০২৩ সালের অক্টোবরে লাভশঙ্কর গ্রেফতার হওয়ার থেকে পলাতক ছিল সাকলাইন। গোপনে তার খোঁজ চলতে থাকে। সমস্ত গতিবিধির ওপর নজর রাখছিল গুজরাট এটিএস। অবশেষে তাকে ধরতে সক্ষম হয়েছে গুজরাট ‘অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড’। আগে গ্রেফতার হওয়া লাভশঙ্করের সঙ্গে সদ্য ধৃত সাকলাইনের মধ্যে কী কী আদানপ্রদান হয় তা জানার চেষ্টা করছে গুজরাট এটিএস।

Related Articles