দেশ

চুরির আগে ‘যোগা’, চোরের কীর্তিতে অবাক নেটনাগরিকরা

Thief doing yoga before stealing, that viral video

The Truth of Bengal: চুরি করা কি সহজ? অনেক পাকা চোরের কাছে চৌর্যবৃত্তি সহজ হলেও ‘লাইনে’ যারা নতুন তাদের অনেক কসরত করতে হয়। লাগে অনেক প্রস্তুতি। একবার ধরা পড়লে রক্ষে নেই। পালানোর জন্য সব পথে খোলা রাখতে হয়। তাই চুরিতে নামার আগে একটু গা ঘামিয়ে নেওয়া আবশ্যক। এক চোরের এমন কাণ্ড ভাইরাই হল। সিসিটিভি ফুটেজে দেখা গেল চুরির আগে ‘যোগা’ করতে ব্যস্ত সেই চোর।

চুরি করতে এ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে, চোর চুরি করবার আগে যোগাসন করছে। আসলে সে একটি বেকারিতে চুরি করতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে ওই বেকারি কারখানার ভেতরে যোগব্যায়াম করতে শুরু করে, বেকারির নাম ফিলিপ্পা। ওই বেকারি ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করেছে। সেই ভিডিও প্রচুর মানুষ শেয়ার করেছে। এতে অনেক কমেন্ট, লইক, শেয়ার আসছে।

ফিলিপ্পা বেকারি এই কন্টেন্ট শেয়ার করে লিখেছে, চুরি করার পর যখন ওই বেকারি সিসিটিভি ফুটেজ দেখেছেন চোরের এই কাণ্ড দেখে চমকে উঠেছেন। ওকে দেখে মনে হচ্ছে, চুরি করার আগে যোগাসন করতে হয়। এই পোস্টটি প্রচুর লাইক পেয়েছে। ইন্টারনেট ব্যবহার কারিরা মজার কমেন্ট করেছে। এক জন মন্তব্য করেছেন উনি চোর না হয়ে যোগা টেনার হওয়া দরকার ছিল। দ্বিতীয় জন লিখেছে যোগাসন চেতন চোর। তৃতীয় জন লিখেছেন, একে পুরস্কার দেওয়া উচিত। এই চোরটি লোককে হাতিয়ার  করার জন্য উৎসাহিত করছে।

Related Articles