বেঙ্গালুরুতে স্যুটকেস থেকে উদ্ধার মহিলার দেহ, গ্রেফতার স্বামী
Woman's body found in suitcase in Bengaluru, husband arrested

Truth Of Bengal: কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ঘটে গেল এক ভয়াবহ খুনের ঘটনা। একটি স্যুটকেসে এক মহিলার মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই মহিলা মহারাষ্ট্রের বাসিন্দা। গত মাসেই তিনি তাঁর স্বামীর সঙ্গে বেঙ্গালুরুতে এসেছিলেন। বাড়িওয়ালা ঘটনাটি পুলিশকে জানান। বৃহস্পতিবার বিকেল ৫.৩০ নাগাদ বাড়িওয়ালা পুলিশ কন্ট্রোল রুমে হত্যার ঘটনাটি সম্পর্কে অবহিত করেন। এরপর পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ৩২ বছর বয়সি এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মহিলার মৃতদেহ একটি স্যুটকেসে পাওয়া যায় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম গৌরী খেদেকর, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। এছাড়াও, পুলিশ জানিয়েছে যে, ঘটনার পর মহিলার স্বামী রাকেশ রাজেন্দ্র খেদেকর পুণেতে পালিয়ে গিয়েছেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত এই দম্পতি গত এক বছর ধরে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন এবং দোদ্দাকান্নাহল্লিতে বসবাস করছিলেন। এদিকে, ডেপুটি কমিশনার অব পুলিশ সারা ফাতিমা জানিয়েছেন, এই দু’জনই হুলিমায়ু থানা এলাকার দোদ্দাকম্মানহল্লির একটি ফ্ল্যাটে থাকতেন।
তিনি বলেন, মহিলার মৃতদেহ একটি স্যুটকেসে পাওয়া গিয়েছে। এছাড়াও, তিনি জানান যে মহিলার শরীরে ৮ থেকে ১০টি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সারা ফাতিমা বলেন, ‘অভিযুক্তকে পুণে থেকে গ্রেফতার করা হয়েছে এবং বেঙ্গালুরুতে আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর হত্যার পেছনের উদ্দেশ্য জানা যাবে।’