পথচলতি মহিলাকে দ্রুতগতির গাড়ির ধাক্কা, অল্পের জন্য রক্ষা শিশু! ভাইরাল ভিডিয়ো
Woman hit by car on foot, child barely saved! Viral video

Truth Of Bengal: একেবারে রাস্তার ধার ধরে চলা এক মহিলাকে ধাক্কা মারল একটি দ্রুতগতির গাড়ি। ২৬ এপ্রিল ঘটনাটি ঘটেছে কেরালার মালাপ্পুরম জেলার কোট্টাক্কাল এলাকায়। জানা গিয়েছে, আহত মহিলার নাম বাদরিয়া, বয়স ৩৩। তিনি স্বাগতমাডু গ্রামের ৩৩ বছর বয়সী বাসিন্দা। দুর্ঘটনার সময় বাদরিয়া একটি শিশুকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন। অল্পের জন্য রক্ষা পায় শিশুটি। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Mallapuram: Woman hit by car and thrown; baby stunned, tries to run and wake her up.
https://t.co/wlchzsh54o— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 1, 2025
ভিডিওতে দেখা যাচ্ছে, পরপরই শিশুটি দৌড়ে মহিলার কাছে গিয়ে তাঁকে ওঠানোর চেষ্টা করে। আশপাশের মানুষরাও ছুটে এসে বিষয়টি দেখে, মহিলাকে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কোট্টাক্কালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, বাদরিয়ার বলা হয়েছে, তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বর মাসে এরকমই একটি আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায়, কেরালার আলাপ্পুঝা জেলায় রাজ্য পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রথম বর্ষের পাঁচজন মেডিকেল ছাত্রছাত্রী প্রাণ হারান। সেই দুর্ঘটনাটি রাতে ভারী বৃষ্টির মধ্যে ঘটে, যার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল এবং সংঘর্ষ ঘটে।