দেশ

নতুন সংসার গড়তে নিজের সন্তানকেই অপহরণ! প্রেমিকসহ গ্রেফতার মহিলা

Woman arrested along with boyfriend for kidnapping her own child to start a new family

Truth Of Bengal: নিজের প্রেমিকের সঙ্গে মিলে নিজের ১৩ বছরের ছেলেকে অপহরণ করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্তের নাম ববিতা দেবী। প্রেমিক নীতীশ কুমার-এর সঙ্গে নতুন সংসার গড়ার উদ্দেশ্যে এই চক্রান্ত করেছিলেন তিনি। অপহরণের পর শ্বশুরবাড়ির লোকেদের কাছে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

ঘটনাটি বিহারের ছাপরা জেলায় ঘটেছে। পুলিশের তদন্তে জানা যায়, ববিতার প্রেমিক নীতীশ পটনার বাসিন্দা। তাঁদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানেই দু’জনে মিলে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী ববিতা নিজেই নিজের ছেলেকে অপহরণ করেন। এরপর নীতীশের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবি করেন এবং হুমকি দেন— টাকা না-পেলে ছেলেকে খুন করা হবে।

হুমকি ফোন পাওয়ার পরপরই পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় নাবালকের মা ববিতা দেবীর দিকেই। তাঁকে জেরা করতেই সত্যিটা সামনে আসে। তিনি স্বীকার করেন যে, এই অপহরণের নেপথ্যে ছিলেন তিনি ও তাঁর প্রেমিক নীতীশ।

ববিতার স্বীকারোক্তির পর পুলিশ পটনায় নীতীশের বাড়িতে অভিযান চালায় এবং তাঁকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ১৩ বছরের অপহৃত ছেলেকেও। বর্তমানে ববিতা দেবী ও নীতীশ কুমার পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই চক্রান্তের নেপথ্যের সমস্ত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles