মধ্যরাতে মন্দির বন্ধ কেন? প্রশ্ন তুলে পুরোহিতকে মার, কাঠগড়ায় বিজেপি নেতার ছেলে
Why is the temple closed at midnight? BJP leader's son in court for beating up priest over questioning

Truth Of Bengal: মধ্যরাতে দেবাসের বিখ্যাত মাতাটেকরি মন্দিরে ঘটে গেল উত্তেজনাপূর্ণ এক ঘটনা। মন্দির বন্ধ থাকার পরও একদল ব্যক্তি জোর করে প্রবেশের চেষ্টা করে এবং বাধা দিলে পুরোহিতকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সময় মন্দির ছিল বন্ধ। পুরোহিতের অভিযোগ, জিতু রঘুবংশী নামে এক ব্যক্তি, যিনি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তিনি আরও ৮-১০টি গাড়িতে করে লোকজন নিয়ে এসে মন্দির খুলতে বলেন। কিন্তু পুরোহিত তা না মানায়, তারা গালিগালাজ শুরু করে ও পরে তাকে মারধর করে।
देवास के चामुंडा मंदिर पहुंचे मंत्रीजी के साहबजादे।
10 कारों का काफिला, लाल बत्ती का रौब।
पट बंद थे, पुजारी के बेटे ने टोका—तो मारपीट कर दी
अब भगवान भी सोच में हैं—
ये दर्शन को आए हैं या दरबार लगाने #घोरकलजुग @jitupatwari pic.twitter.com/MSs4Ia5KtC— अपूर्व اپوروا Apurva Bhardwaj (@grafidon) April 12, 2025
পুরোহিতের ছেলে জানান, তিনি প্রথমে বাধা দেন, তখনই তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারা হয়। তিনি বলেন, “ওদের দেখে মনে হচ্ছিল, ওরা মদ্যপ অবস্থায় ছিল।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। তদন্তের জন্য ৫০টির বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। একাধিক ফুটেজে দেখা গেছে, রাতের বেলায় গাড়ির বহর মন্দিরের সামনে পৌঁছায়। একটি ভিডিওতে বিজেপি বিধায়ক গোলু শুক্লার ছেলে রুদ্রাক্ষ শুক্লাকেও দেখা গেছে বলে জানা গেছে, যদিও পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করেনি। ইনস্টাগ্রামেও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রুদ্রাক্ষ এবং জিতুকে ট্যাগ করে পোস্ট দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস দাবি করেছে, বিজেপি বিধায়কের ছেলে এই ঘটনার সঙ্গে যুক্ত। দেবাস কংগ্রেস সভাপতি মনোজ রাজানি বলেন, “বিধায়কের উচিত তার ছেলের ওপর কড়া নজর রাখা। নিজেকে সনাতনী বলা ছেলের কাছ থেকে এ ধরনের আচরণ দুঃখজনক।”পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।