দেশ

দেশের শহরাঞ্চলে কেন এত বাড়ছে গরম, কী চাঞ্চল্যকর তথ্য উঠে এল আইআইটির গবেষণায়?

Why is the heat rising so much in the urban areas of the country, what sensational information has come out in the study of IIT

The Truth Of Bengal, Mou Basu : তীব্র তাপপ্রবাহের জেরে সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি দেখা যাচ্ছে পূর্ব ভারতের বিভিন্ন শহরাঞ্চলের তাপমাত্রা হুহু করে বাড়ছে। এর প্রধান কারণ হল নগরায়ণের জন্য শহরে গাছপালা, সবুজের সমারোহ কমছে। আইআইটি ভুবনেশ্বরের একটি গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। Nature Cities নামক জার্নালে প্রকাশিত হয়েছে ‘ Urbanization and regional climate change-linked warming of Indian Cities’ শীর্ষক গবেষণাপত্র।

১৪১টি শহরের ওপর গবেষণা চালানো হয়। স্থানীয় নগরায়ণ আর জলবায়ুর পরিবর্তনের ওপর তথ্য ও ছবি দেখা হয় আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ও বিভিন্ন এজেন্সির মাধ্যমে। অধ্যাপক ভি বিনোজের নেতৃত্বাধীন আইআইটি ভুবনেশ্বরদের চালানো গবেষকরা জানিয়েছেন, দেশের অন্য প্রান্তের তুলনায় পূর্ব ভারতের দ্বিতীয় স্তরের শহরাঞ্চলে নগরায়ণের প্রভাবে কমছে সবুজের সমারোহ। গাছপালা তাপমাত্রা ঠান্ডা রাখতে সাহায্য করে। অন্যদিকে, কনক্রিট, আসফ্যাল্ট তাপকে দিনের বেলায় ধরে রাখে আর রাতে ছাড়ে। তাই শহরাঞ্চলের তাপমাত্রা কমতে বাধাপ্রাপ্ত হয়। এছাড়াও শহরে ঘন জনবসতি, গাড়িঘোড়ার ধোঁয়ার ও কারখানার ধোঁয়ার কারণে বাড়ছে গ্রিন হাউজ গ্যাসের নির্গমন। এসবের মিলিত প্রভাবে শহরাঞ্চলে ‘তাপ দ্বীপ’ বা ‘আরবান হিট আইল্যান্ড’ তৈরি হচ্ছে। গ্রামের তুলনায় শহরাঞ্চলে বেশি তাপমাত্রা থাকছে।

এদিকে, এত অসহ্য গরমের মধ্যে জলস্তর নেমে যাচ্ছে। সেন্ট্রাল ওয়াটার কমিশন (সিডব্লিউসি) জানিয়েছে, দেশের ১৫০টি প্রধান রিজার্ভরে এবছর জলস্তর কমেছে ২৩%। গতবছরের তুলনায় কমেছে ৭৭%। দেশের ১৫০টি রিজার্ভরে আপাতত জলের পরিমাণ আছে ৪১.৭০৫ বিলিয়ন কিউবিক মিটার। যদিও স্বাভাবিক ভাবে জলের পরিমাণ থাকার কথা ১৭৮.৭৮৪ বিলিয়ন কিউবিক মিটার। হিমাচল প্রদেশ, পঞ্জাব ও রাজস্থানে ১০টি রিজার্ভরে জলস্তরের পরিমাণ থাকার কথা ১৯.৬৩৩ বিসিএম। সেটা কমে দাঁড়িয়েছে ৫.৮৬৪ বিসিএম। অসম, ঝাড়খণ্ড, বাংলা, ওড়িশা, ত্রিপুরা, নাগাল্যান্ড ও বিহারের ২৮টি রিজার্ভরে জলস্তর কমেছে ২৮%। গুজরাত ও মহারাষ্ট্রের ৪৯টি রিজার্ভরে জলস্তর কমেছে ২৪%। উত্তর প্রদেশে, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে ২৬টি রিজার্ভরে ২৯.৪% জলস্তর কমেছে। অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা, কর্নাটক ও তামিলনাড়ুর ৪২টি রিজার্ভরে জলস্তর কমেছে ১৪%।

Related Articles