দেশ

মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙাড়া খেল কে? তদন্তে সিআইডি

Who brought the Singara Khel for the Chief Minister? CID to investigate

Truth Of Bengal: হিমাচলপ্রদেশে মুখ্যমন্ত্রীর সিঙাড়া কাণ্ড নিয়ে বর্তমানে রাজ্যজুড়ে বিতর্ক চলছে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য আনা সিঙাড়া নিরাপত্তারক্ষীরাই খেয়ে ফেলেছেন। এতে মুখ্যমন্ত্রী এতটাই অপমানিত বোধ করেছেন যে, পুরো ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

২১ অক্টোবর সিআইডি সদর দপ্তরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুখু। সিআইডি কর্মীরা তার জন্য বিশেষ এক ফাইভ স্টার হোটেল থেকে সিঙাড়া আনিয়েছিলেন। কিন্তু সেই সিঙাড়া মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি; বরং তা খেয়ে ফেলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাতেই বেজায় ক্ষেপে যান মুখ্যমন্ত্রী। যেকারণে বিষয়টি এখন তদন্তাধীন। সিআইডির শীর্ষ কর্মকর্তারা এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে সন্দেহ করছেন।

বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি কটাক্ষ করেছে। তাঁদের দাবি, “হিমাচলপ্রদেশে কংগ্রেস সরকার উন্নয়নের বদলে সিঙাড়ার মতো তুচ্ছ বিষয়ে বেশি মনোযোগ দিচ্ছে। সরকারের শীর্ষ স্তরে সমন্বয়ের অভাবের কথাই এখানে স্পষ্ট।”

এদিকে, হিমাচলের কংগ্রেস সরকার কিছুদিন ধরেই দলীয় সংকটে রয়েছে। এই সিঙাড়াকাণ্ডে সরকার এবং দলের মধ্যে দ্বন্দ্ব যেন আরও প্রকট হলো।

Related Articles