দেশ

অপারেশন সিঁদুরে কোন অস্ত্রে ঘায়েল শত্রু শিবির? জানুন বিস্তারিত

Which weapon was used to hit the enemy camp during Operation Sindoor? Know the details

Truth Of Bengal: পহেলগাঁওয়ের বৈশরনের জঙ্গি হামলার বদলা বুধবার নিয়েছে ভারত। ভারতের সেনাবাহিনী ও বায়ুসেনা যৌথ ভাবে প্রত্যাঘাত করেছে। মিশনের নাম ‘অপারেশন সিঁদুর’ রেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিয়ন্ত্রিত ও নির্ভুল ও নিখুঁত লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনে গুঁড়িয়ে দেওয়া হয়।

রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে এসব জঙ্গি ঘাঁটির ওপর প্রত্যাঘাত চালায় ভারতীয় সেনা। জানা গেছে, অপারেশন সিঁদুরে অত্যাধুনিক এলএমএস প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

এলএমএস প্রযুক্তি বা লয়টেরিং মিউনিশনসের আরেক নাম হল কামিকাজে ড্রোন। অত্যাধুনিক এই ড্রোন হল এমন এক মারণাস্ত্র যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে নির্দিষ্ট জায়গায় চক্কর কাটে। টার্গেট বা লক্ষ্যবস্তুর জন্য অপেক্ষা করে। টার্গেটকে দেখার পর আঘাত হানে নির্ভুল ও নিখুঁত লক্ষ্যে।

কামিকাজে ড্রোনে ড্রোনের নজরদারি চালানোর ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে ক্ষেপণাস্ত্রর মারণ আঘাত হানার ক্ষমতা। এটা আপনাআপনি চালানো যায় অথবা অপারেটর নিয়ন্ত্রণ করতে পারেন।

আধুনিক এই বিশেষ প্রযুক্তির ব্যবহারে ক্ষয়ক্ষতি কম হয়। টার্গেট এক জায়গায় না থেকে নড়াচড়া করলেও আঘাত হানতে সক্ষম। সেনাদের জীবনহানি হয় না। গোয়েন্দাদের থেকে পাওয়া রিয়েল টাইম কোঅরডিনেট দেখে সব টার্গেটকে লক্ষ্য করে এলএমএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ভারত ভূখণ্ড থেকেই।

Related Articles