স্ত্রীকে দেখলেই প্রেমিকার কথা মনে পড়ে! স্বামীর এমন ব্যবহারে বিরক্ত স্ত্রী – ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে অভিযোগ দায়ের
Wife upset with husband's strange behavior

The Truth of BengaL: স্বামীর অদ্ভুত আচরণে মানসিক টানাপোড়েনে ভুগছেন এক মহিলা। স্বামীর পাশে এলেই তিনি বলেন পুরনো প্রেমিকাকে ভুলতে পারছেন না। প্রত্যকে রাতে স্বামীর সেই আচরণ এখন মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে স্ত্রীর কাছে। মুক্তি পেতে তিনি ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের দ্বারস্থ হয়েছেন। শনিবার উত্তরপ্রদেশের আগ্রা জেলার ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের এই ঘটনা সামনে এসেছে।
স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ওই মহিলা জানান, তাঁর সঙ্গে বিয়ে হলেও স্বামী ভুলতে পারছেন না পুরনো প্রেমিকাকে। যখনই তিনি কাছে আসেন, তখন বলেন তিনি বান্ধবীকে মিস করছেন। স্বামীর এমন আচরণে বিরক্ত মহিলা বাধ্য হয়ে বাবা-মায়ের কাছে থাকছেন। স্বামী তাঁকে ছেড়ে যেতে চাওয়ায় ওই মহিলা বাধ্য হয়েছেন ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের দ্বারস্থ হতে। সংসার ভাঙা আটকাতে দু’জনকে সামনা সামনি বসিয়ে কাউন্সেলিং করা হয়।
জানা গিয়েছে, আগ্রা জেলার জগদীশপুরা এলাকার বাসিন্দা এক যুবকের বিয়ে হয় সদর এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে। প্রথম থেকেই ওই মহিলা স্বামীকে সেই ভাবে কাছে পাননি। প্রথম দিকে তিনি কারণ জানতে পারতেন না। এখন সেই স্বামীই জানিয়েছেন আসল কারণ। তাঁকে বিয়ে করলেও স্বামীর মন পড়ে আছে তাঁর পুরনো প্রেমিকার কাছে। আর সেই প্রেমিকার কথা মনে পড়ে স্ত্রীকে দেখলেই। স্ত্রীকে এই কথা জানিয়েছেন স্বয়ং স্বামী। সম্পর্কে মসৃণ গতিতে এগোবে না বুঝতে পেরে বাধ্য হয়ে মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে।
তারপর বিষয়টি পারিবারিক কাউন্সেলিং সেন্টারে আসে। শনিবার স্বামী-স্ত্রীকে কাউন্সেলিং করানোর জন্য ডাকা হয়েছিল। সেখানে মহিলা জানান, গত ৬ মাস তিনি স্বামীকে ছেড়ে বাবা-মায়ের কাছে আছেন। সেখানে তিনি জানান, কীভাবে তিনি স্বামীর দ্বারা মানসিক হয়রানির শিকার হয়েছেন। ওই বিবাহিত মহিলা জানান, স্বামী তাকে মোটেও ভালবাসেন না। সব সময় পুরনো প্রেমিকার জন্য মন খারাপ করে থাকেন স্বামী। সব সময় নাকি সেই প্রেমিকার মুখ ভেসে ওঠে তাঁর সামনে। এমন স্বামীর সঙ্গে কি থাকা যায়? কাউন্সেলরদের সামনে এই প্রশ্ন রাখেন ওই মহিলা। স্বামীর এমন অদ্ভুত আচরণের অভিযোগ পেয়ে হতবাক পরিবার থেকে শুরু করে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের সকলেই।
FREE ACCESS