দেশ

“যখন সিঁদুর বারুদে পরিণত হয়…” বিকানেরের জনসভায় বিস্ফোরক প্রধানমন্ত্রী

"When vermilion turns into gunpowder..." Explosive Prime Minister at Bikaner rally

Truth Of Bengal: বিকানেরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে বক্তব্য রাখতে গিয়ে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “এই অপারেশন দেখিয়েছে কীভাবে সিঁদুর সন্ত্রাসবাদীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।”

তিনি বলেন, “যখন সিঁদুর বারুদে পরিণত হয়, তখন ফলাফল সবাই দেখতে পায়।” তাঁর এই বক্তব্যে সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

প্রধানমন্ত্রী বলেন, গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসবাদীরা আমাদের বোনদের ধর্ম জিজ্ঞেস করে তাদের কপাল থেকে সিঁদুর মুছে দেয়, তারপর গুলি চালায়। গুলি চলেছিল পাহালগামে, কিন্তু তার ব্যথা ১৪০ কোটির বেশি ভারতবাসী অনুভব করেছে।

তিনি আরও বলেন, “প্রত্যেক ভারতীয় একজোট হয়ে সংকল্প করেছিল যে সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেব। আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আর সেই প্রতিজ্ঞা আমাদের সেনাদের সাহস ও শৌর্যের মাধ্যমে পূরণ হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল।”

“তিন বাহিনী এমন রণকৌশল তৈরি করেছিল যে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল,” বলে জানান প্রধানমন্ত্রী মোদী।

এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী আবারও জানিয়ে দিলেন যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষায় সরকার বদ্ধপরিকর।

Related Articles