মরুভূমিতে ২৫ কোটি বছর আগের সাগরের জলের সন্ধান!
water of 25 crore years old tethys sea found in thar desert jaisalmer

Truth Of Bengal: রাজস্থানের মরুভূমিতে সাগরের সন্ধান! কী, অবাক হচ্ছেন? জয়সলমিরে এমনই তাজ্জব করা ঘটনা ঘটেছে। সেখানে কুয়ো খুঁড়তেই দেখা যায় জলের ফোয়ারা, যা চলে টানা তিনদিন। কোথা থেকে আসছে জল, এই ফোয়ারার উৎসস্থল কোথায়, সেই প্রশ্ন উঠতে থাকে। প্রথমে মনে করা হচ্ছিল এটি আসলে সরস্বতী নদীর জল। তবে, বিশেষজ্ঞরা তা মানতে নারাজ।
ভূগর্ভস্থ জল বিশেষজ্ঞরা বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে জানান, এই জল টেথিস সাগরের। প্রায় ২৫ কোটি বছর আগে এই সাগরের উপকূল ছিল থর মরুভূমি। জলের সঙ্গে যে মাটি-বালি উঠে এসেছে, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। এই কাদামাটি প্রায় ৬০ লক্ষ বছর আগের।
এ বিষয় ভূগর্ভস্থ বিশেষজ্ঞ ডঃ নারায়ণ দাস ইনখিয়া জানান, নদীর জল এটা নয়। ভূগর্ভে শিলার মাঝের গর্তে ছিল এই জল। জলের সঙ্গে যে কাদামাটি উঠে আসে তাতে ৫০০০ টিডিএস-এর সামুদ্রিক মাটি মিলেছে। তিনি জানান, সাধারণত সামুদ্রিক জলে এর থেকে বেশি টিডিএস দেখা যায়। তবে, মিনিরাল সল্টের উপস্থিতি এতে প্রভাব ফেলতে পারে। জয়সলমীরের ক্যানাল অঞ্চলগুলিতে বিশেষ করে নাচনা ও মোহনগড়ে মুলতানি মাটি পাওয়া গেছে।
উল্লেখ্য, প্রাচীন যুগে টেথিস সাগরের উপকূলে ছিল জয়সলমীর। উপকূলের একদিকে ছিল ডাইনোসরদের বাস। অন্যদিকে ছিল গভীর সমুদ্র। তবে কি এবার মরুভূমিতে আগে থাকা টেথিস সাগরের খোঁজ মিলল?