দেশ

সোমবার ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ

Voting was held in 96 seats in 10 states and union territories on Monday

The Truth of Bengal: অর্ধেকের বেশি আসনে ভোট শেষ। প্রথম তিন দফায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে ২৮৩ আসনে। সোমবার আরও ৯৬ আসন। চতুর্থ দফার এই নির্বাচনেই নির্ধারিত হয়ে যেতে পারে ভোটের ভবিষ্যৎ। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হবে আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন রয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনেই ভোট গ্রহণ হবে আজ। তেলঙ্গানাতেও এক দফাতেই ১৭টি আসনে ভোট গ্রহণ হবে। এছাড়া উত্তর প্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্য প্রদেশের ৮টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৫টি ও ওড়িশার ৪টি আসনে ভোটগ্রহণ হবে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরেও আজ ভোটগ্রহণ হবে।তাৎপর্যপূর্ণ, এই পর্বে যে যে রাজ্যে ভোট হচ্ছে, তাতে কংগ্রেস (Congress), বিজেপি দুই শিবিরেরই নির্বাচন ভাগ্য অনেকাংশে নির্ধারিত হতে পারে। তেলেঙ্গানার সবকটি আসনে ভোট এই পর্বে।

সদ্যই সেরাজ্যে বিধানসভা ভোটে জিতেছে কংগ্রেস। ১৭ আসনের মধ্যে অন্তত ১০টি আসন জয়ের টার্গেট রয়েছে হাত শিবিরের। বিজেপিও এরাজ্যে বাড়তি আসন পাওয়ার আশায় বুক বাঁধছে। তেলেঙ্গানায় আগের বার ৪ আসন পায় বিজেপি। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশেও এই পর্বের অধিকাংশ আসন জিতেছিল বিজেপি। ইন্ডিয়া জোটকে ভালো ফল করতে হলে এই রাজ্যগুলিতে বিজেপির ভোট ব্যাঙ্কে থাবা বসাতে হবে। এবার অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় আসন বাড়ানোর আশায় গেরুয়া শিবির।লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনও সোমবার।

সেরাজ্যে ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপির লড়াইয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে লড়ছে কংগ্রেস। ওড়িশার যে যে লোকসভায় ভোট হচ্ছে, সেই সেই এলাকার বিধানসভা ভোটও হয়ে যাবে সোমবারই। সেখানে সম্মুখ সমরে বিজেডি এবং বিজেপি। মহারাষ্ট্রের বিদ থেকে লড়ছেন পঙ্কজা মুণ্ডে।এছাড়াও যেসব প্রার্থীর দিকে আজ বিশেষ নজর: অজয় মিশ্রা টেনি (খেরি-উত্তরপ্রদেশ), অধীর চৌধুরী (বহরমপুর), ইউসুফ পাঠান (বহরমপুর), শত্রুঘ্ন সিনহা (আসানসোল), মাধবী লতা (হায়দরাবাদ), আসাদউদ্দিন ওয়েইসি (হায়দরাবাদ), মহুয়া মৈত্র (কৃষ্ণনগর), অমৃতা রায়(কৃষ্ণনগর), গিরিরাজ সিং(বেগুসরাই), অখিলেশ যাদব(কনৌজ)।

Related Articles