বাবার ভোট দিলেন নাবালক পুত্র! বিজেপি নেতার কাণ্ডে বিতর্ক মধ্যপ্রদেশে
Voted father's minor son! Controversy over BJP leader's case in Madhya Pradesh

The Truth of Bengal: নাবালক ছেলেকে দিয়ে ভোট দেওয়ালেন বিজেপি নেতা। ভাইরাল সেই ভিডিও। বিতর্কে নাম জড়ালো মধ্যপ্রদেশের বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক নাবালক ইভিএম মেশিনের বোতাম টিপে ভোট দিচ্ছেন। বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দিতে দেখা গেছে তাকে। মুহূর্তটি ক্যামেরা বন্দি করছেন তার বাবা। স্থানীয় সূত্রের খবর বিনয় মেহার মধ্যপ্রদেশের ভোপালের বেরাসিয়া এলাকার পঞ্চায়েত স্তরের নেতা। ১৪ সেকেন্ডের এই ভিডিও প্রকাশ্যে আসতে বিজেপিকে তুলোধোনা কংগ্রেসের।
যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা জাগো। ভিডিও ভাইরাল হতেই উঠছে একাধিক প্রশ্ন? বুথের ভেতর মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলেন কি ভাবে ওই বিজেপি নেতা? দ্বিতীয়ত কমিশনের নিরাপত্তা এড়িয়ে কিভাবে নাবালক ছেলেকে দিয়ে ভোট দেওয়ালেন তিনি? তৃতীয়ত এই ঘটনা যখন ঘটলো কর্তব্যরত আধিকারিক থেকে নিরাপত্তা রক্ষীরা কেন বাধা দিলেন না? কমিশনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
বিজেপি নির্বাচন কমিশনকে ছোটদের খেলার জিনিস বানিয়ে দিয়েছে গেরুয়া শিবিরকে খোচা মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের। এই ঘটনা নিয়ে বিতর্ক দানা বাধতেই ওই বুথের প্রিসাইডিং অফিসার কে সাসপেন্ড করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা শাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি। বিজেপি নেতার এই কাণ্ডে বেশ অস্বস্তিতে মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব।