বিজেপি কী চমক দেবে নাকি কংগ্রেস হাত শক্ত করবে ? পরিবর্তন না প্রত্যাবর্তন, কী রায় দেবে ৫ রাজ্য
Five State Result

The Truth of Bengal: ৩থেকে ৪মাসের মধ্যে লোকসভা ভোট।তার আগে ৫রাজ্যের ভোটের দিকে তাকিয়ে সারা ভারতের মানুষ। বিজেপি কী চমক দেবে নাকি কংগ্রেস হাত শক্ত করবে ? পরিবর্তন না প্রত্যাবর্তন,কোন পক্ষে কোন রাজ্যের মানুষ কী রায় দেবে সেটাই বড় বিষয়। মূল্যবৃদ্ধি,চাকরি ছাঁটাই,বেকারত্ব নাকি ধর্মীয় আবেগ কোন পক্ষে জনরায় থাকবে তাই বড় ফ্যাক্টর। রাজ্য ভিত্তিক রাজনীতির পার্টিগণিত আলাদা,অনেককিছু ভেবেই মানুষ ঠিক করবেন লোকসভার রাশ থাকবে। রাজপুতানার রাশ কার হাতে থাকবে ? কে মসনদে আসীন হবে মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে? গোবলয়ের মতো দক্ষিণের ২৯তম রাজ্য তেলেঙ্গানার কী হবে ?২০১৮-সালে ৫রাজ্যের মধ্যে ৩টিতে জেতে কংগ্রেস। তাহলে তেইশে কী হবে,কংগ্রেস কী ৫এ ৩ পাবে নাকি,বিজেপি পাসা উল্টে দেবে ? এনডিএ বনাম ইন্ডিয়ার তাল ঠোকাঠুকির মাঝে ৩ডিসেম্বর ফলপ্রকাশ। হাইপ্রোফাইল ক্যাম্পেন, প্রতিশ্রুতির বন্যা, আর জনসংযোগের ধরণ বদলে যাওয়া, সবকিছুর মাঝে জনতাজনার্দনই প্রাণশক্তি। এখন দেখে নেব,সমীক্ষা কী বলছে ? অনেক সময়ই এই সমীক্ষা রিপোর্ট মেলে না।তবু ভোটারদের সামগ্রিক মতামতের আয়না দেখার বদলে এই আপাতত নমুনা সমীক্ষাকেই বিশ্লেষণ করা যাক।
.রাজস্থান- ২০০-র মধ্যে বিজেপি পেতে পারে ১১৪থেকে ১২৪ আসন
.ছত্তীসগঢ়-৯০-র মধ্যে কংগ্রেস পেতে পারে ৪৫থেকে ৫১ আসন
.মধ্যপ্রদেশ-২৩০টির মধ্যে কংগ্রেস জিততে পারে ১১৮ থেকে ১৩০টি আসনে
.তেলঙ্গানা-১১৯টি র মধ্যে জিতবে ভারত রাষ্ট্র সমিতি ৪৯ থেকে ৬১টি আসনে
.মিজোরাম-৪০টির মধ্যে মিজো ন্যাশানাল ফ্রন্ট পাবে ২০ থেকে ২২টি
এই ফলাফল যদি মেলে তাহলে রাজস্থানে হাতবদল হলেও বাকি রাজ্যে কংগ্রেসের হাত ভরার সম্ভাবনা। রাজ্য রাজনীতির বাধ্যবাধ্যকতার ওপর উঠে লোকসভার লড়াই হবে। সেখানে জাতীয় ইস্যু বড় হয়ে উঠবে।তবে মৌলিক কিছু বিষয়ে বিধানসভার সঙ্গে লোকসভার মিল থাকলেও চূড়ান্ত রায় দেবে দেশের মানুষ। তবে বিরোধীদের দাবি লোকসভার আগে যেসব রাজ্যে ভোট হয়েছে,সেখানেই হেরেছে বিজেপি। দিল্লি,হিমাচলপ্রদেশ-ঝাড়খণ্ডে গেরুয়া ফিকে হয়েছে। নানা রংয়ের সমাহারে গড়ে ওঠা ইন্ডিয়া প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিরোধীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাকের মাঝে বিজেপি বিরোধী হাওয়া জোরদার হওয়ায় জাতীয়স্তরের খেলায় ইন্ডিয়া ফাইনাল গোল দেবে বলে দাবি কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের মতোই অন্যান্য বিজেপি বিরোধীরা।