দেশ

কুমির কোলে চলন্ত স্কুটারে দুই যুবক, ভাইরাল ভিডিয়ো

Viral video of two youths on a scooter riding on the lap of a crocodile

Truth Of Bengal : জলে ভাসছে গুজরাট। বেড়েই চলেছে নদীর জলস্তর। প্রকাশ্য এলাকার মধ্যেই বাড়ছে কুমিরের দাপট। তবে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন একটি ছবি। একটি স্কুটার, যার একদিক থেকে বেরিয়ে রয়েছে লেজ, আর অপর দিক থেকে দেখা যাচ্ছে মুখ। তবে এটা যে সে মুখ না। এতো কুমিরের মুখ! সেই কুমিরকেই একেবারে যত্নসহকারে কোলে তুলে রেখেছেন আরোহী। গুজরাটের বরোদায় ধরা পড়েছে এমনই দৃশ্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাইরাল হয়েছে এই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল)।

জানা যাচ্ছে, নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে লোকালয় থেকে এই কুমিরটিকে উদ্ধার করেছে ওই দুই যুবক। কুমিরটিকে বনদফতরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তারা। তরুণদের মধ্যে একজন স্কুটার চালাচ্ছেন ও অপরজন ওই কুমিরকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। নি    রাপত্তার স্বার্থে ওই কুমিরের মুখে বাধা ছিল কালো কাপড়। তবে সূত্র মারফৎ জানা যায়, ওই দুই যুবকই সরকারী কর্মচারী।

 

Related Articles