দেশ

Viral News : পরকীয়ার খেসারত দিলেন গৃহবধূ, দেখুন ভাইরাল সেই ভিডিও

Viral News : Housewives paid for alienation, watch the viral video

The Truth Of Bengal : মধ্যপ্রদেশের ধর জেলায় এক মহিলাকে নির্মমভাবে মারধরের ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে গান্ধওয়ানি তহসিলের তান্ডা থানার অন্তর্গত কোডি গ্রামে। মহিলাকে মারধরের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রেমিককে দ্বিতীয়বার বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বিবাহিত মহিলার বিরুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারীকে বেধড়ক মারধর করে পরিবারের লোকজন।

ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত প্রধান নুর সিং এবং মহিলার পরিবারের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় প্রধানকে গ্রেফতার করা হয় এবং অন্য অভিযুক্তদের গভীর রাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে যে গ্রাম কোডি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে তাকে মারধর করা হয়। যারা তাকে মারধর করেছে তাদের মধ্যে রয়েছে মহিলার শ্যালক, শ্যালক এবং গ্রামের প্রধান নুর সিং। এ ছাড়া ওই গ্রামের আতর, গুলাব ও মাদিয়ার বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ রয়েছে। ওই মহিলা গ্রামের প্রধান, তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্য গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে, পুলিশ আইপিসি 307, 34 ধারায় মামলা দায়ের করেছে।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মনোজ কুমার সিং। এই ভিডিও ভাইরাল হচ্ছে যে এলাকা থেকে সেটি গান্ধওয়ানি বিধানসভার কংগ্রেস বিধায়ক, বিরোধী নেতা উমং সিংগার। একই সঙ্গে এই জেলা থেকে সম্প্রতি নির্বাচিত সাবিত্রী ঠাকুরকে প্রতিমন্ত্রী করা হয়েছে। যাকে নারী ও শিশু উন্নয়ন দফতর দেওয়া হয়েছিল। নারীকে মারধরের পর নারীর নিরাপত্তা নিয়ে যে সব দাবি করা হচ্ছে, তাতে প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় সরকারের সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস।

Related Articles