
The Truth Of Bengal : মণিপুর আছে মণিপুরেই। হিংসা অব্যাহত সেখানে। এবার অতর্কিতে হামলা চালানো হলো সিআরপিএফ জ্ওয়ানদের উপর। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জ্ওয়ানের । আহত তিন । কারা রয়েছে এই হামলার নেপথ্যে তার অবশ্য স্পষ্ট নয় পুলিশের কাছে। মণিপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনমুঙ্গ গ্রামে গুলির ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের সন্ধানে গ্রামে তল্লাশি অভিযানে গিয়েছিল । আর তখনই হামলা। চলে গুলি।
তখনই সকাল ৯টা বেজে ৪০ নাগাদ মণিপুরের পুলিশ এবং সিআরপিএফের ২০ নম্বর ব্যাটেলিয়নের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক জ্ওয়ানের । যার মৃত্যু হয়েছে তিনি বিহারের বাসিন্দা। তার নাম অজয় কুমার ঝা।
পাশাপাশি রবিবার ইম্ফল পূর্ব এবং পশ্চিম জেলায় অভিযানে নেমে প্রচুর পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , সেখানে রয়েছে AK-56 রাইফেল, রয়েছে , এসএলআর রাইফেল, বেশ কিছু পিস্তল, হ্যান্ড গ্রেনেড এবং ২৫ রাউন্ড গোলাবারুদ। এই ঘটনায় যে তিন জন আহত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন জিবরাম থানার একজন সাব-ইন্সপেক্টর।