
Truth Of Bengal : উত্তরপ্রদেশের আমরোহা জেলায় দশেরা উপলক্ষে রামলীলার মঞ্চে অভিনয় চলাকালীন ‘লঙ্কাকাণ্ড’ ঘটে গেছে। শনিবার রাতে রাম এবং রাবণরূপী দুই অভিনেতার মধ্যে বাস্তবেও মারামারি শুরু হয়। এই ঘটনাটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
अमरोहा, यूपी में रामलीला मंचन में राम–रावण रियल में भिड़ गए। रावण ने राम को धक्का दे दिया। लोगों ने स्टेज पर पहुंचकर बीच–बचाव कराया। pic.twitter.com/itoIBtcQjp
— Sachin Gupta (@SachinGuptaUP) October 14, 2024
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, মঞ্চে নাটক চলাকালীন ‘রাবণের’ দিকে তির ছুড়ছেন ‘রাম’ এবং ‘লক্ষণ’। উল্টো দিক থেকেও পাল্টা ‘হামলা’ হয়। এমন সময় রাম এবং রাবণরূপী দুই অভিনেতার মধ্যে ধাক্কা লাগে এবং সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। একে অপরকে কিল-চড়-ঘুষি মারতে থাকেন দুই অভিনেতা।
তবে ততক্ষণে দর্শকদের মধ্যে হাসির রোল উঠেছে। হো হো করে হাসতে শুরু করেন তাঁরা। বেগতিক দেখে আয়োজকেরা মঞ্চে এসে আটকান ‘রাম’ এবং ‘রাবণ’কে। এই ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। ভিডিয়োটি আলোড়ন তুলেছে এবং অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল।
এক্স হ্যান্ডলে পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই বেশ ভাইরাল হয়েছে। অনেকে অনেক মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘‘অভিনয় করতে করতে ভুলেই গিয়েছিলেন যে অভিনয় করছেন। আর সেই কারণেই ওঁরা মারপিট করছিলেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অভিনয়কে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন ওই দুই অভিনেতা।’’