দেশ

মকর সংক্রান্তিতে গুজরাতে সাড়ম্বরে পালিত হয় উত্তরায়ণ উৎসব, কী এই উৎসব?

Uttarayan festival is celebrated in Sambar in Gujarat on Makar Sankranti, what is this festival?

Truth Of Bengal: মৌ বসু : মকর সংক্রান্তি, হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব। পৌষ সংক্রান্তির দিন জানুয়ারি মাসে বাংলার ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার ধুম পড়ে যায়। এসময় ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য গুজরাতে সাড়ম্বরে পালিত হয় উত্তরায়ণ উৎসব। সাধারণত বাঙালিরা বিশ্বকর্মা পুজোর দিন মূলত কমবয়সিরাই ঘুড়ি ওড়ানোয় মেতে ওঠে। কিন্তু গুজরাতে মকর সংক্রান্তির দিন উত্তরায়ণ উৎসবের দিন সব বয়সের মানুষ মেতে ওঠে ঘুড়ি ওড়ানোয়। সবাই ঘর ছেড়ে ছাদে উঠে আসে ঘুড়ি ওড়াতে। সে জন্য উত্তরায়ণের আগের দিনই প্রত্যেকে নিজের ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সকাল থেকে শুরু হয় ঘুড়ির লড়াই।

রঙবেরঙের নানা আকারের ঘুড়িতে ছয়লাপ হয়ে যায় আকাশ। আকাশে ওড়ে বেশ কিছু বৈশিষ্ট্য পূর্ণ ঘুড়িও। ঘুড়ির গায়ে থাকে কোনো পৌরাণিক কাহিনি, ঐতিহাসিক ঘটনা বা বিখ্যাত ব্যক্তিত্বের মুখ। এসময় গুজরাতে হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতাও। উত্তরায়ণ উৎসব উপলক্ষে গুজরাতে স্কুল, কলেজ, অফিস কাছারি বন্ধ থাকে।

এদিন রাত নামলে দেখা যায় আরও এক অদ্ভুত দৃশ্য। ছোট ছোট কাগজের বাক্সের মধ্যে প্রদীপ জ্বালিয়ে তা বেঁধে দেওয়া হয় ঘুড়ির সুতোর সঙ্গে। ঘুড়ির সঙ্গে আলোর বাক্স ভেসে বেড়ায় অন্ধকার আকাশে। এক সময় দেখা যায় অন্ধকার আকাশে ভেসে বেড়াচ্ছে শয়ে শয়ে বাতি। গুজরাতি ভাষায় আলোর বাতির নাম টুককল। এভাবেই সারাদিন আনন্দ ও হইচইয়ের মধ্যে মকর সংক্রান্তির দিন পালন করেন গুজরাতিরা।

Related Articles