দেশ

ওয়াকফের দাবি নিয়ে হৈচৈ কেরলে, আইন করে নিষ্ঠুরতার অবসান চাইছে বিজেপি

Uproar in Kerala over Waqf demands, BJP seeks to end cruelty through legislation

Truth Of Bengal: কর্ণাটকের কৃষকদের জমির উপর ওয়াকফ বোর্ডের দাবি নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। এর মধ্যেই কেরলেও ওয়াকফ বোর্ড ৪০০ একরেরও বেশি জমি দাবি করেছে। ওয়াকফ বোর্ডের এই দাবিকে কেন্দ্র করে কেরল রাজনীতিতে দ্বন্দ্ব শুরু হয়েছে। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী বলেছেন, কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকফ বিল পাস করে এই নিষ্ঠুরতার অবসান ঘটাবে।

ওয়াকফ বোর্ড মুনাম্বামে ৬০০ পরিবারের জমির উপর এই দাবি করেছে। বোর্ডের বক্তব্য, এই জমির মালিক প্রায় ৬০০ পরিবার, যার বেশিরভাগই খ্রিস্টান সম্প্রদায়ের। কেরলের লোকসভা উপনির্বাচনে ওয়াকফের এই ইস্যুটি তীব্র আলোচনায় রয়েছে। ওয়ানাডে নির্বাচনী প্রচারের সময়, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী বলেছেন, এটা শুধু মুনাম্বামের কথা নয়। এই নিষ্ঠুরতার অবসান হবে সারা ভারতে। কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রকৃত সংবিধান বাস্তবায়ন করা হবে। এই বিল (ওয়াকফ বিল) সংসদে পাস হবে।

সুরেশ গোপী বলেন, আগামীকাল শবরীমালাও ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। ভগবান আয়াপ্পাকেও জায়গা খালি করতে হবে! আমরা কি এই অনুমতি দিতে পারি? তামিলনাড়ুর ভেলাঙ্কানি চার্চ খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি ওয়াকফ সেই জমি দাবি করে তাহলে সেই চার্চটিও ওয়াকফ বোর্ডের অধীনে চলে যাবে যাবে। কেন্দ্র সরকার এর বিরুদ্ধে বিল এনেছে। এই বিলের বিরুদ্ধে বিধানসভায় বিল পাস করেছে এলডিএফ ও ইউডিএফ জোট। আপনি যদি না চান শবরীমালা এবং ভেলঙ্কানি, আপনি যদি ওয়াকফে না যান, তাহলে বিজেপিকে ভোট দিন।

স্থানীয় লোকেরা জমির উপর ওয়াকফের দাবি নিয়ে মুনাম্বামে বিক্ষোভ জানিয়েছে। যাঁদের জমি ওয়াকফ দাবি করেছে, তাঁরা জানান, তিন দশক আগে তাঁরা ফারুক কলেজ থেকে এই জমি কিনেছিলেন। একই সময়ে, উপনির্বাচনের মধ্যে, এই বিরোধের জেরে রাজনীতি উত্তপ্ত হয়েছে এবং বিজেপি এবং সঙ্ঘ পরিবারও একটি বড় ইস্যু পেয়েছে। লক্ষণীয় যে, কেরলের আগে কর্ণাটকেও ওয়াকফ বোর্ড কৃষকদের প্রায় ১৫০০ একর জমি দাবি করেছিল, যেটি নিয়ে কর্ণাটকের রাজনীতিতে প্রচুর অভিযোগ-পাল্টা অভিযোগ দেখা গিয়েছে। এই সমস্ত বিতর্ক এমন সময়ে ঘটছে যখন কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছে এবং বর্তমানে এটি জেপিসি বৈঠকে আলোচনা করা হচ্ছে।

Related Articles