দেশ

অশান্ত মণিপুর! গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের পাঁচ জঙ্গি

Unrest in Manipur! Five militants of banned organisation arrested

Truth Of Bengal: শুক্রবার মণিপুর পুলিশ জানিয়েছে, মণিপুরের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবাল জেলা থেকে নিষিদ্ধ সংগঠনের পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ইম্ফল পশ্চিমের থাংমেইবান্দ এবং কেশম্পট থেকে নিষিদ্ধ কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টির (নয়ন) দুই সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ইম্ফল পূর্বের খুরাই থৌডাম লেইকাই থেকে কেসিপি (নয়ন)-এর অপর এক সদস্যকে গ্রেফতার করেছে। একজন পুলিশ কর্তা জানিয়েছেন, ধৃত জঙ্গি সাধারণ জনগণ, সরকারি কর্মকর্তা, হাসপাতাল, স্কুল এবং পেট্রোল পাম্পের কাছ থেকে তোলাবাজি কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল।

পাশাপাশি তিনি বলেন, আরেকটি অভিযানে থৌবাল জেলার সাঙ্গাইয়ুমফল থেকে দুই কেসিপি (পিডব্লিউজি) ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান ওই  পুলিশ কর্তা। শুক্রবার পুলিশ জানিয়েছে, একই রকম আরেকটি ঘটনায়, কাংপোকপি এবং চান্দেল জেলায় পৃথক অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি অ্যাসল্ট রাইফেল, একটি স্নাইপার রাইফেল, চারটি পিস্তল এবং গ্রেনেড।

Related Articles