
The Truth of Bengal: বড়সড় দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়। উত্তরপ্রদেশেরে পলিভিট জেলায় এক কর্মসূচীতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন জিতিন প্রসাদ। সেখানে মঝৌল থেকে বহেরবা গ্রামের উদ্দেশ্যে মনত্রীর কনভয় রওনা হলে আচমকাই দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়ি সহ আরও অন্যান্য গাড়িগুলি। মনে করা হচ্ছে, অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় আচমকাই কনভয়ের সামনে থাকা এমার্জেন্সি ব্রেক কষা হয়।
যার কারণে পেছনে থাকা গাড়িগুলি একের পর এক ধাক্কা মারতে থাকে সামনে থাকা গাড়িগুলিতে। এই কনভয়ের ঠিক মাঝামাঝি জায়গায় ছিল জিতিন প্রসাদের গাড়ি। এই দুর্ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মন্ত্রীর গাড়ি। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে গাড়ির সামনের এবং পেছনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়।
এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সূত্রের খবর, এই কনভয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি, এমএলসি এবং বড়খেড়ার বিধায়ক। দুর্ঘটনার কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বিজেপি নেতৃত্বরা। ইতিমধ্যেই শুরু হয়েছে গোটা ঘটনার পুলিশি তদন্ত।