দেশ

২৫ এর আড়ালে ৪৫ এর মধ্য বয়স্ক মহিলা! বিভ্রান্ত প্রেমিক

Under the cover of 45 middle-aged women! confused lover

The Truth Of Bengal :  আজকালকার দিনে সামাজিক মাধ্যম ব্যবহার করেননা এমন মানুষ খুব কমই আছেন। আর সোশ্যাল মিডিয়ায় প্রেম তো একেবারে ট্রেন্ডিং এ রয়েছে বললেই চলে। আর সেই সোশ্যাল মিডিয়ায় অনবরত প্রতারণার শিকার হচ্ছেন বহু সাধারন মানুষ। এবার ফের একবার শিকার হলেন এক যুবক।

সামাজিক মাধ্যমে তাঁদের পরিচয়। প্রথমে মেসেজ পরে ফোন কল। রোজ কথা বলতে বলতে ধীরে ধীরে বাড়তে থাকে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই প্রেম। যুবকের নাম দিপেন্দ্র। দীর্ঘ বাক্যালাপের পর দুজনেই সিদ্ধান্ত নেয় সম্পর্কে আশার। প্রথম সম্পর্কে আশার পর দুজনেই পরিকল্পনা করে সামনাসামনি দেখা করার। ব্যাস, যেমন কথা তেমন কাজ। দীর্ঘদিন ধরে নিজের প্রিয় মানুষকে আড়াল থেকে ভালোবাসা মোটেও মুখের কথা নয়। একবার সামনে দেখার যে অনুভূতি তা বলে প্রকাস করা যায়না। অবশেষে হল দীর্ঘ অপেক্ষার অবসান। একি! ভালোবাসার মানুষকে সামনে দেখেই একেবারে চক্ষু চড়কগাছ দিপেন্দ্রের! কিন্তু, কেন?

দিপেন্দ্রের কথায় তিনি সামাজিক মাধ্যমে তরুণীর যে ছবিগুলি দেখেছেন আর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাঁদের দুজনের মধ্যে কোনও মিল নেই। এরপর বয়স লুকানোর অভিযোগে মহিলাকে হেনস্থা করেন প্রেমিক এমনই অভিযোগ। অপরদিকে, প্রেমিকের বিরুদ্ধে মারধোরের অভিযোগ দায়ের করেন তরুণী। এরপর ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তরুণকে গ্রেফতার করে পুলিশ। ২০ বছর বয়সী দিপেন্দ্র জিজ্ঞাসাবাদের সময় পুলিসকে জানায়, “সামাজিক মাধ্যমে ওই তরুণী তার কম বয়সের ছবি পোস্ট করেছিলেন। কিন্তু তার আসল বয়স ছিল ৪৫”। এরপর ওই তরুণীর আসল বয়স জানতে পেরেই রাগে ক্ষোভে তরুণীকে মারধর করতে শুরু করেন দীপেন্দ্র। অভিযোগ, মেঝের মধ্যে তরুণীর মাথা ঠুকে, ওই যুবতির মোবাইল নিয়ে পালিয়ে যায় দীপেন্দ্র। এরপরই তরুণী সটান দৌড়ান নিকটবর্তী থানায়। দীপেন্দ্রের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন ওই তরুণী। কিন্তু দুজনের সম্পর্কের কথা পুলিশের কাছে এড়িয়ে দীপেন্দ্রকে এক অচেনা ব্যক্তি হিসেবে পরিচয় দেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর সমস্ত সত্য জানতে পেরে দীপেন্দ্রকে গ্রেফতার করে কানপুর থানার পুলিশ।

Related Articles