অন্ধ্রপ্রদেশে ফার্মা কোম্পানিতে বিষাক্ত গ্যাস লিকে আহত দুই, আশঙ্কাজনক অবস্থায় দুই কর্মী
Two workers injured in toxic gas leak at pharma company in Andhra Pradesh, two workers in critical condition

Truth Of Bengal: সোমবার সকালেই অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলার একটি ফার্মা কোম্পানিতে বিষাক্ত গ্যাস লিক করে ২ জন আহত হন। আহত ২ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উক্ত জেলার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় কৃষ্ণান জানিয়েছেন জওহরলাল নেহরু ফার্মা সিটিতে অবস্থিত এক ফার্মা কোম্পানি রক্ষিতা ড্রাগস প্রাইভেট লিমিটেড থেকে বিষাক্ত H2S বা হাইড্রোজেন সালফাইড গ্যাস লিক করে করে এই দুর্ঘটনাটি ঘটেছে।
সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে এই গ্যাস লিক করার ফলে সেখানে দুই কর্মচারীর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আনাকাপল্লে জেলার পুলিশ সুপার তুহিন সিনহা বলেছেন সোমবার সকালে পারভাদা এলাকায় অবস্থিত কোম্পানিতে এই ঘটনাটি ঘটে, এখানে উত্পাদন ইউনিটেই গ্যাস লিক হয় এ সময় সেখানে উপস্থিত দুই কর্মী প্রথমে গ্যাস লিক হয়ে অজ্ঞান হয়ে পড়েন। দুজনকেই সেইমুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, ক্ষতিকারক গ্যাসের সাথে কাজ করে এমন স্ক্রাবারে রাসায়নিক পদার্থ স্থানান্তর করার সময়ই গ্যাস লিক হয়। পুলিশ এই বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে, তারা অপরাধের দৃষ্টিকোণ থেকে এই বিষয়য়টির তদন্ত করছেন।