নির্মীয়মাণ বিল্ডিং ধসে মৃত্যু দুই শ্রমিকের
Two workers died in the collapse of the building under construction

The Truth Of Bengal : নির্মীয়মাণ বিল্ডিং ধসে চাপা পড়ে মৃত্যু ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মুজাফফরনগরে। অভিযোগ ওঠে কম দামি নির্মাণ সামগ্রী, বিল্ডিং নির্মাণে সঠিক পরিকল্পনা না থাকার জন্য এই বিপত্তি। প্রশাসনের নজরদারিও ছিল না বলে অভিযোগ ওঠে।
ওই নির্মীয়মাণ বিল্ডিংটি যখন ভেঙে পরে, তখন ভেতরে আটকে পড়েন ১৮ জন শ্রমিক। সেই সময় তাঁরা সেখানে কাজ করছিলেন। বাড়ির ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথেমে উদ্ধারকার্যে হাত লাগান। পরে প্রশাসন এসে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। দেখা যায়, দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্য যখন শ্রমিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উদ্বেগ প্রকাশ করেছেন। আহতদের পর্যাপ্ত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। তবে চোখের সামনে নিয়ম না মেনে কী করে এই নির্মাণ চলছিল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার লোকজন। তাদের দাবি, প্রশাসনের উপযুক্ত নজরদারি থাকলে এমন বিপত্তি ঘটত না।