ঘুমন্ত দুই শিশুকে পিষে মারল দাঁতাল, পালিয়ে বাঁচল পরিবার
Two sleeping children crushed to death by a dentist, family escapes

Truth Of Bengal: বাড়িতে পরিবারের সঙ্গে ঘুমাচ্ছিল দুই শিশু। মধ্য রাতে আচমকা বাড়ির মধ্যে প্রবেশ করে একটি বুনো হাতি। তার তান্ডবে ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারালো দুই শিশু। রবিবার মধ্যরাতে এমনই ঘটনা ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার কন্টাপল্লি গ্রামে। প্রাণ হারিয়েছেন বছর ১২ সামিয়া মুণ্ডা ও ৩ বছরের চাঁদনি মুণ্ডা।
পরিবার সূত্রে দাবি, রবিবার রাতে নিজেদের বাড়ির মধ্যে ঘুমাচ্ছিলেন তাঁরা। সে সময় হঠ্যাৎ তাঁদের বাড়িতে ঢুকে আক্রমণ চালায় দাঁতাল। ভেঙে পড়ে বাড়ির এক অংশ। প্রাণের মায়ায় বাড়ি ছেড়ে বাইরে চলে যান পরিবারের সদস্যরা। কিন্তু ঘরের মধ্যেই রয়ে যায় ঘুমে আচ্ছন্ন সামিয়া ও চাঁদনি।
বন দফতরের আধিকারিক ললিত পাত্র এ বিষয়ে বলেন, “বুনো হাতিটি সম্ভবত তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা কড়া নজর রাখছি। হাতিটির গলায় একটি রেডিও কলার আছে। কিন্তু নেটওয়ার্ক না থাকায় এখনও পর্যন্ত তার অবস্থান জানা যায়নি। সরকারের পক্ষ থেকে পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়া হবে।”