দেশ
Trending

মণিপুরে CRPF-র ওপর হামলা কুকি জঙ্গির, নিহত ২ জওয়ান

Two Central Reserve Police Force personnel lost their lives in an attack by Kuki militants

Truth Of Bengal :ফের রক্তাক্ত মনিপুর। মণিপুরে ফের কুকি জঙ্গিদের হামলা। CRPF জওয়ানদের সঙ্গে মণিপুরের নারানসেনা এলাকায় গুলির লড়াই চলে জঙ্গিদের। মণিপুর পুলিস সূত্রে জানা গিয়েছে মধ্য রাতে কুকি জঙ্গিরা বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকার CRPF ক্যাম্পে হামলা চালায়। মণিপুর জুড়ে অশান্তি অব্যাহত রয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওই এলাকায় দীর্ঘ দিন ধরে মোতায়েন রয়েছে CRPF এর ১২৮ ব্যাটেলিয়ানের  জওয়ানরা। তাঁদের ওপর এই হামলার ঘটনা ঘটে। ভোর রাত ২ টো ১৫ পর্যন্ত হামলা চালায় এই জঙ্গিরা। কুকি হামলায় নিহত হয়েছে CRPF এর ২ জওয়ান। এই ঘটনার প্রেক্ষিতে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই এলাকায়।  বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মণিপুরে দুষ্কৃতীদের হামলায় নিহত জওয়ানদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁর নাম অরূপ সাইনি। বয়স ৪১ বছর । নিহত ওই জ ওয়ানের বাড়ি বাঁকুড়ার সোনামুখীর পাঁচাল গ্রামে। অরূপ বাবুর স্ত্রী ছাড়াও দুই সন্তান ও বয়স্ক বাবা রয়েছেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে।

Related Articles