উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত সাত
Tragic road accident in Uttar Pradesh, seven dead

The Truth Of Bengal: উত্তরপ্রদেশের ইটাওয়ার কাছে অগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। রায়বরেলি থেকে দিল্লিগামী ডবলডেকার বাসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোট সাত জন প্রাণ হারিয়েছে। গাড়িতে থাকা তিনজন ও বাসে থাকা চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়।
পুলিশ সূত্রে খবর ওই যাত্রীবাহী বাসে মোট ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে চারজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকি কুড়ি-২৫ জন আহত হন। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ইটাওয়া থানার এসপি সঞ্জয় কুমার ভার্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
#WATCH | Etawah, Uttar Pradesh: 7 killed in a collision between a double-decker bus and car on Agra Lucknow Expressway
SSP Etawah Sanjay Kumar Verma says, “A double-decker bus going from Raebareli to Delhi collided with a car at around 12:30 am. There were 60 people on the bus,… pic.twitter.com/LcuMLYDLpN
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 4, 2024
তিনি বলেন রায়বরেলি থেকে দিল্লিগামী ডবল ডেকার বাসের রাত সাড়ে বারোটা নাগাদ সংঘর্ষ হয়। গাড়িটি লখনউ যাচ্ছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে তা নিশ্চিত করেছেন সঞ্জয় কুমার ভার্মা। অন্যদের উদ্ধার করে যাতে গন্তব্যে পৌঁছতে পারে সে ধরনের ব্যবস্থা চালিয়েছে পুলিশ।সম্প্রতি গত ৩১ জুলাই আরেকটি দুর্ঘটনা ঘটে, মথুরাপুর এলাকায় একটি গাড়ি ও মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হন।