মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে, দেওয়াল চাপা পড়ে মৃত ৯ শিশু
Tragic accident in Madhya Pradesh, 9 children died after being crushed by a wall

The Truth Of Bengal: রবিবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে। ভাগবত কথা চলাকালীন শিবলিঙ্গ নির্মাণকারী লোকদের উপর একটি দেয়াল পড়ে যায়, দুর্ঘটনায় নয়জন শিশু মারা যায়, অনেকে আহত হয়।তথ্যমতে, শ্রাবন মাসে শাহপুরের হরদৌল মন্দিরে চলছে শিবলিঙ্গ নির্মাণ ও ভাগবত কথার আয়োজন। এতে অংশ নিচ্ছেন শত শত মানুষ। রবিবার ছুটির দিন হওয়ায় শিবলিঙ্গ তৈরি করতেও এসেছিল অনেক শিশুও।
শিশুরা এক জায়গায় বসে শিবলিঙ্গ তৈরি করছিল, এ সময় মন্দির চত্বরের পাশের একটি বাড়ির পঞ্চাশ বছরের পুরনো মাটির দেওয়াল শিশুদের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় নয় শিশু এবং গুরুতর আহত হয় দুজন শিশু । তাদেরকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়। লোকজন তাৎক্ষণিকভাবে ধ্বংসাবশেষ সরাতে শুরু করে এবং একে একে দেওয়াল এর নিচে চাপা পড়া শিশুদের উদ্ধার করা হয়। নগর পরিষদ, পুলিশ ও নগরবাসী উদ্ধারকার্যে নিয়োজিত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাহলির বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী গোপাল ভার্গব।
হাসপাতালে ভিড়, ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ লোকজন দুর্ঘটনার পর আহতদের নিয়ে শাহপুর হাসপাতালে পৌঁছালেও সেখানে কোনো চিকিৎসককে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে জনগণ ক্ষোভ প্রকাশ করেছে। লোকজনকে বলা হয়, এখানকার চিকিৎসকরা মাঝেমধ্যেই হাসপাতালে আসেন এবং স্বাক্ষর করে চলে যান। তিনি জানান, শিশুদের হাসপাতালে আনার সময় ব্যান্ডেজ লাগানোর মতো ব্যক্তিও উপস্থিত ছিলেন না। চার লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি এক্স হ্যান্ডেল-এ লিখেছেন, সাগর জেলার শাহপুরে অতিবৃষ্টির কারণে একটি জরাজীর্ণ বাড়ির দেয়াল ধসে ৯ নিষ্পাপ শিশুর মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত। আহত শিশুদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মৃত শিশুদের আত্মার শান্তি কামনায় ঈশ্বরের কাছে বিনীত প্রার্থনা করছি। দুর্ঘটনায় আহত অন্যান্য শিশুদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা নিষ্পাপ শিশুদের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। মৃত শিশুদের পরিবারকে সরকার ৪ লাখ টাকা করে সহায়তা দেবে।