ফোর্বসের তালিকায় বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলাদের মধ্যে ভারতের তিনজন
Three Indians among Forbes' list of world's 100 most influential women

Truth Of Bengal: বিশ্বখ্যাত মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক পত্রিকা ফোর্বস প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলাদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের তিনজন বিশিষ্ট নারী। এই তালিকার প্রথম ১০০ জনের মধ্যে রয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এইচসিএল টেকনোলজির চেয়ারপার্সন রোশনি নাদার মালহোত্রা এবং বিশিষ্ট ব্যবসায়ী কিরণ মজুমদার শ।
Congratulations Hon’ble Minister of Finance @nsitharaman ma’am for consistently being recognized amongst the World’s Most Powerful Women, by @Forbes, every year for over a decade. You continue to inspire us, everyday.https://t.co/CukTIlaVoQ pic.twitter.com/637HkPFNnO
— Kanchan Ugursandi 🇮🇳 (@BikerGirlkancha) December 12, 2024
প্রতি বছর ফোর্বস এই তালিকা প্রকাশ করে। চলতি বছরে তালিকার শীর্ষে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। টানা দু’বছর তিনি এই সম্মান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
তালিকায় ২৮ নম্বরে রয়েছেন নির্মলা সীতারমণ। ২০১৯ সালে ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। অর্থমন্ত্রী হিসাবে তাঁর দক্ষতার স্বীকৃতি হিসাবে ফোর্বস তাঁকে এই সম্মানে ভূষিত করেছে।
রোশনি নাদার মালহোত্রা তালিকায় রয়েছেন ৮১ নম্বরে। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি এইচসিএল টেকনোলজির চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রযুক্তি জগতে তাঁর নাম সুপরিচিত। তাঁর পরেই ৮২ নম্বরে রয়েছেন কিরণ মজুমদার শ। দীর্ঘদিন ধরে ধনীতম ভারতীয়দের তালিকায় থাকা কিরণ এই বছর প্রভাবশালী মহিলাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দু’বছর এই তালিকায় ছিলেন। কিন্তু চলতি বছরে আওয়ামি লিগ সরকারের পতনের পরে তাঁর নাম এই তালিকায় দেখা যায়নি। ফোর্বসের এই তালিকা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের নারীদের অসাধারণ কৃতিত্ব এবং নেতৃত্বের স্বীকৃতি দিয়ে আসছে। ভারতের এই তিন মহিলার অন্তর্ভুক্তি দেশের গর্বের বিষয়।