
The Truth of Bengal: এর আগেও বিশিষ্ট শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়া হয়। এরপর ফের মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে ২০ কোটি টাকা। ২০ কোটি টাকা না দিলে আম্বানিকে খুনের হুমকি দেওয়া হয়েছে ই- মেল মারফত। পুলিশ সূত্রে এখবর জানা গিয়েছে।নতুন করে আম্বানি খুনের হুমকি পাওয়ার পরে তাঁর নিরাপত্তারক্ষীরা পুলিশকে গোটা বিষয়টি জানান। পুলিশ সূত্রের খবর, তদন্তে নেমে জানা গিয়েছে, খুনের হুমকি দিয়েছে শাদাব খান নামে এক ব্যক্তি।
তবে কে এই শাদাব খান, সেই রহস্য এখনও উন্মোচন করতে পারেননি গোয়েন্দারা। চলছে তদন্ত।পুলিশ জানিয়েছে, আম্বানিকে খুনের হুমকি দেওয়ার নেপথ্যে মাফিয়াদের কোন গ্যাং কাজ করছে, তা জানার চেষ্টা চলছে। ২০২২ সালে একইভাবে খুনের হুমকি দেওয়া হয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্নধার মুকেশ আম্বানিকে। সেবার খুনের হুমকি দেওয়া হয় ফোন করে। দুষ্কৃতীরা জানায়, বোমা মেরে মুকেশ আম্বানির এইচএন ফাউন্ডেশন এবং তাঁর দক্ষিণ মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলিয়া উড়িয়ে দেওয়া হবে।
দুষ্কৃতীরা ভয় দেখিয়ে এও জানায়, আম্বানির বাসভবনের বাইরেই বোমা রাখা আছে।২০২২ সালে এই ঘটনার পরে মুম্বইয়ে আম্বানির বাসভবনের নিরাপত্তা আরও নিশ্চিদ্র করা হয়। পুলিশ ঘটনার তদন্তে মেনে অভিযুক্তকে গ্রেফতারও করে। নতুন করে ২০ কোটি টাকা না দিলে মুকেশ আম্বানিকে খুনের যে হুমকি দেওয়া হয়েছে, সেব্যাপারে আম্বানি নিজে এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি।
Free Access