দেশ

রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ো ইমেলে বোমাতঙ্কের হুমকি

Threat email to Rajiv Gandhi International Airport

The Truth of Bengal: টরন্টোগামী এয়ার কানাডার বিমানে বোমাতঙ্ক। দিল্লির রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি ইমেল। মঙ্গলবার রাত ১০ টা বেজে ৫০ মিনিটে ঘটে যাওয়া এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।  কথা ছিল দিল্লি থেকে টরন্টোর উদ্দেশ্যে রওনা হওয়ার। তবে সেই দিল্লির মাটি ছাড়ার আগেই এক উড়ো ইমেলে তোলপাড় শুরু হয় মঙ্গলবার রাতে। বোমাতঙ্কে ছড়িয়ে পড়ে উদ্বেগ। আতঙ্কিত এয়ার কানাডা এসি ৪৩-এর যাত্রীরা।

মঙ্গলবার রাত ১০ টা ৫০-এর ঘটনা। সূত্রের খবর, আচমকা দিল্লির ইন্ডিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় একটি হুমকি ইমেল। সেখানেই এয়ার কানাডার উড়ানে বোমা রাখার কথা জানানো হয়। এই খবর ছড়িয়ে পড়তেই বিমানযাত্রীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ। দ্রুত ব্যাবস্থ গ্রহণ করে বিমান কর্তৃপক্ষ। নিরাপদে সেই বিমানকে নামিয়ে আনা হয় মাটিতে। বাইরে বের আনা হয় ১৭৭ জন যাত্রীদের।  নিরাপত্তারক্ষীদের তরফ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হলেও সন্দেহজনক কিছুই মেলে না।

পরে যাত্রীদের নিয়ে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। এই কাজের সঙ্গে কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও এই ধরণের হুমকি ইমেল আসে। প্যারিস থেকে ৩০০-রও বেশি যাত্রী নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে ভিস্তারার একটি উড়ান রওনা হয়েছিল। তখনও ছড়িয়ে বোমাতঙ্ক। তারপরই বারতের বাণিজ্যনগরী বিমানবন্দরে জারি হয়েছিল জরুরীকালীন অবস্থা।

Related Articles