দেশ

কুম্ভ বিপর্যয়ে দায়ীদের শাস্তি হবে, পুলিশের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন যোগী

Those responsible for the Kumbh Mela disaster will be punished, action will be taken against the police, says Yogi

Truth Of Bengal: মৌনী অমাবস্যা স্নান উৎসব উপলক্ষে দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারী এবং যারা শিথিলতা দেখিয়েছেন তাদের শাস্তি নিশ্চিত। এর সঙ্গে বেশির ভাগ পুলিশ সদস্য জড়িত বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বসন্ত পঞ্চমী স্নান উৎসবের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। তিনি উৎসবের আয়োজনে ত্রুটিমুক্ত রাখার নির্দেশ দেন। তিনি বলেন, এ উপলক্ষে ব্যাপক ধুমধাম করে আখড়ার ঐতিহ্যবাহী শোভাযাত্রা বের হবে। এর প্রস্তুতি সময়মতো করতে হবে। সাধু, কল্পবাসী, ভক্ত ও পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে হবে। কোনও স্তরে ভুলের সুযোগ থাকা উচিত নয়। পাশাপাশি তিনি বলেন, স্নানকারীদের যতটা সম্ভব কম হাঁটতে হবে, পার্কিং স্পেস বাড়াতে হবে। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘এমন ব্যবস্থা করুন যাতে ভক্তদের যতটা সম্ভব কম হাঁটতে হয়।’ সেই সঙ্গে তিনি এসপি পর্যায়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিশ্চিত করার নির্দেশও দেন। কোথাও কোনও যানজট যাতে না হয় সে বিষয়ে নির্দেশ দেন আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ঊর্ধ্বতন আধিকারিকদের স্বশরীরে সেই সেক্টরগুলিতে যাওয়া উচিত যেখান থেকে আরও অভিযোগ আসছে। টিমের সঙ্গে সিনিয়র অফিসারদের ডিউটিতে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। যোগী বলেন, ‘সেখানে তাদের জন্য তাঁবু ও খাবারের ব্যবস্থা করুন। ভিড় যেন কোথাও একে অপরকে অতিক্রম করতে না দেখা যায়। কন্ট্রোল রুম থেকে দু’জন কর্মকর্তাকে মনিটর করতে হবে। সীমান্তের বাকি অংশ, শহর ও মেলা এলাকায় ব্যবস্থা উন্নত করা। ২ ও ৩ ফেব্রুয়ারি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। বড় স্নান উৎসবের আগে ও পরে কোনও ভিআইপি প্রোটোকল কার্যকর করা হবে না।’

মুখ্যমন্ত্রী বলেন, বসন্ত পঞ্চমীতে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার ও নেপাল থেকে বিপুল সংখ্যক ভক্ত আসবেন। এটা মাথায় রেখে ব্যবস্থা করতে হবে। মৌনী অমাবস্যার ঘটনার পর প্রথমবার মহাকুম্ভে পৌঁছে সিএম যোগী বলেন, সাধুদের ধৈর্যের কারণে সনাতন বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। যারা মৌনী অমাবস্যায় সম্পূর্ণ ধৈর্য দেখিয়েছিলেন আমি সেই সাধুদের অভিনন্দন জানাব।

শনিবার সেক্টর ২২-এ সন্তোষ দাস সতুয়া বাবা এবং স্বামী রাম কমলাচার্যের পট্টাভিষেকে পৌঁছে যোগী বলেছিলেন, ১৯ দিনে ৩২ কোটিরও বেশি ভক্ত ডুব দিয়ে পুণ্যের অংশীদার হয়েছেন। কিছু লোক সনাতন ধর্মের প্রতিটি বিষয়ে বিভ্রান্তি ও ষড়যন্ত্র করা থেকে বিরত থাকে না। রামজন্মভূমি থেকে আজ অবধি তাঁদের আচরণ ও চরিত্র সর্বজনবিদিত। আমাদের এই ধরনের লোকদের থেকে সতর্ক থাকতে হবে এবং সনাতন ধর্মের আদর্শ ও মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে হবে।

Related Articles