দেশ

ভারতীয় রেলের এ এক অভিনব প্রতিযোগিতা, জিতলেই ৫ লক্ষ টাকার পুরস্কার

This is an innovative competition of Indian Railways, the winner will get a prize of Rs 5 lakh

Truth Of Bengal: সারাদেশব্যাপী রেলওয়ে স্টেশনগুলিতে স্থাপনযোগ্য নতুন ডিজিটাল ঘড়ির ডিজাইনের জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে ভারতীয় রেলওয়ে। এই উদ্যোগের লক্ষ্য হল রেলস্টেশন ও প্ল্যাটফর্মে ব্যবহৃত ডিজিটাল ঘড়িগুলোর মধ্যে ঐক্যতা ও সঙ্গতি আনা।

এই প্রতিযোগিতায় ভারতের যেকোনো প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা অংশ নিতে পারবেন। এটি তিনটি বিভাগে বিভক্ত—পেশাদার, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং স্কুল শিক্ষার্থী। প্রতিযোগিতায় জমা পড়া সেরা ডিজাইন-এর জন্য ৫ লাখ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে।

প্রতিটি বিভাগ থেকে পাঁচজন প্রতিযোগীকে ৫0,000 টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে রেলের তরফ থেকে। এর মাধ্যমে আরও বেশি সৃজনশীল অংশগ্রহণকারীকে স্বীকৃতি দেওয়া যায়।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধুমাত্র রেলওয়ের অবকাঠামোয় ডিজাইনের সামঞ্জস্যতা বৃদ্ধি নয়, বরং তরুণ মেধা ও পেশাদারদেরকে জনসেবামূলক উদ্যোগে সৃজনশীলভাবে যুক্ত করাও।

আগ্রহী ব্যক্তি ও শিক্ষার্থীরা ১ মে থেকে ৩১ মে’র মধ্যে তাদের ডিজাইন জমা দিতে পারবেন [email protected] ইমেইল ঠিকানায়।

রেলবোর্ডের নির্বাহী পরিচালক (তথ্য ও প্রচার) দিলীপ কুমার জানিয়েছেন, প্রতিযোগিতার সকল ডিজাইন হতে হবে সম্পূর্ণ মৌলিক এবং কোন ধরনের কপিরাইট লঙ্ঘন যেন না হয়।

স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে অংশগ্রহণের জন্য বৈধ স্কুল পরিচয়পত্র আবশ্যক এবং এটি ১২ শ্রেণি পর্যন্ত প্রযোজ্য। কলেজ বিভাগে অংশ নিতে পারবেন যেসব শিক্ষার্থী বর্তমানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজে অধ্যয়নরত। পেশাদার বিভাগে পড়বেন সেই সব ব্যক্তি যারা ছাত্র শ্রেণিতে পড়েন না।

Related Articles