দেশ

ব্যাগে ছিল চিপ, তাতেই চোরেদের ছক বানচাল!

There was a chip in the bag, so they handed it over to the jewelry thieves

Truth Of Bengal: গয়না ভর্তি ব্যাগে ছিলে একটি বিশেষ চিপ। আর তার ফলেই ধরা পড়ল চোর। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে। জানা গিয়েছে, মুম্বই পুলিশ লক্ষাধিক মূল্যের গহনা চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। চোরেরা যে গয়না ভর্তি ব্যাগটি লুট করেছিল তাতে একটি জিপিএস ট্র্যাকিং চিপ লাগানো ছিল। এই জিপিএস ট্র্যাকিং চিপ এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ অভিযুক্তদের কাছে পৌঁছাতে সফল হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এক ব্যক্তি তাঁর ভাগ্নের সঙ্গে একটি ব্যাগে প্রায় ৪২ লক্ষ টাকার গয়না নিয়ে একটি টু-হুইলারে যাচ্ছিলেন। তাঁরা দুজনে সেন্ট জর্জ হাসপাতালের কাছে ডি-মেলো রোডে পৌঁছালে চারজন অজ্ঞাত ব্যক্তি তাঁদের থামিয়ে বেধড়ক মারধর করে। এরপর চার দুষ্কৃতী তাঁর গয়না ভর্তি ব্যাগ লুট করে পালিয়ে যায়। অভিযোগকারী জানিয়েছেন, অভিযুক্তদের একজন তাঁদের গুলি করে এবং স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। গুলির আঘাতে ওই ব্যক্তির ভাগ্নে আহত হন। এরপরই ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের ধরতে একাধিক টিম গঠন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যে ব্যাগটি লুট করা হয়েছে তাতে একটি বিশেষ জিপিএস চিপ লাগানো ছিল। এই চিপ এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ ওই দুষ্কৃতীদের কাছে পৌঁছয়।

মঙ্গলবার সকালে এক অভিযুক্তকে লোকমান্য তিলক মার্গ থেকে এবং অন্যজনকে ডংরি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এই অভিযুক্তদের কাছ থেকে ১৬.৫০ লক্ষ টাকার গয়নাও উদ্ধার করেছে। আরও দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Related Articles