দেশ
Trending

‘ধ্যানমগ্ন’ মোদির ছবি নেই, তবে কমিশনের নিয়মের গেরোয় পড়লেন প্রধানমন্ত্রী?

There is no photo of 'meditating' Modi, has Modi fallen into the net of the commission's rules?

The Truth Of Bengal : কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যা পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৩৮ ঘণ্টা ধ্যান করবেন তিনি। জানা যায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন মোদি। যদিও রাত পর্যন্ত তাঁর ধ্যানে বসার কোনও ছবিই প্রকাশ্যে আসেনি। শেষ দফা ভোটের আগে মোদির এই ধ্যান নিয়ে নির্বাচন কমিশনে যায় বিরোধীরা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত হলে ভোটে প্রভাব পড়তে পারে। নির্বাচনী বিধি মেনে তা যেন সম্প্রচারিত না হয়। প্রশ্ন উঠছে, তা হলে কমিশনের নিয়মের জালে পড়লেন মোদি? তাই কি সামনে আসছে মোদির ধ্যানমগ্ন হওয়ার ছবি?

পঞ্জাবে শেষ নির্বাচনী প্রচার সেরে বৃহস্পতিবার পৌঁছে যান তামিলনাড়ুতে। বিকেল সাড়ে ৫টা নাগাদ কন্যাকুমারীতে নামে মোদির হেলিকপ্টার। সেখান থেকে গাড়িতে পৌঁছন ভগবতী আম্মান মন্দিরে। মন্দিরে বিগ্রহ দর্শন করেন। সেখান থেকে তিনি চলে ‘ধ্যানমণ্ডপম’ শিলাখণ্ডে। সেখানে তিনি ধ্যানে বসেন। ৪৮ ঘণ্টা বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন মোদি। সেই কারণে সৈকতে জারি করা হয়েছে ক্রা নিরাপত্তা। শনিবার পর্যন্ত সেখানে যেতে পারবেন না পর্যটকরা। মোদির নিরাপত্তায় কন্যাকুমারী জেলায় মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশকর্মী।

প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী নেতারা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সিপিএম এবং কংগ্রেস। প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি করা হয়। বুধবার তামিলনাডু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণণ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেন। তাতে তিনি লেখেন, মোদি ব্যক্তিগত ভাবে কোথাও ধ্যানে বসতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়া বিভিন্ন প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হলে দেশে সপ্তম দফা ভোটের আগে তা নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে। কমিশনের আদর্শ আচরণবিধি ভঙ্গ হতে পারে তাতে। আর তা আটকাতে প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি টেলিভিশনে সম্প্রচার বন্ধ রাখার আর্জি জানান বালকৃষ্ণণ।

অন্যদিকে, একই দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেসও। রণদীপ সুরজেওয়ালা, অভিষেক মনু সিঙ্ঘভি এবং সৈয়দ নাসির হুসেনের মতো তিন বড় মাপের কংগ্রেস নেতা কমিশনের দফতরে যান। কংগ্রেসের তরফে কমিশনকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। কংগ্রেসের দাবি, মোদির ধ্যানে বসার ছবি সরাসরি সম্প্রচারিত হলে দেশে শেষ দফার ভোটের আগে কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে।

Related Articles