দেশ

দিল্লিকে দেওয়ার মতো বাড়তি জল নেই, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল হিমাচল প্রদেশ

There is no extra water to give to Delhi, Himachal Pradesh told the Supreme Court

The Truth of Bengal: দিল্লিকে দেওয়ার মতো জল নেই বলে আদালতে জানিয়ে দিল হিমাচল প্রদেশ। প্রয়োজনীয় জলের জন্য সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে উচ্চ যমুনা নদী বোর্ডের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। তীব্র জলকষ্ট থেকে মুক্তি দিতে হিমাচল প্রদেশ আগেই জানিয়েছিল তারা জল দেবে। এখন সেই হিমাচল প্রদেশ সুপ্রিম কোর্টকে জানিয়েছে, দিল্লিকে দেওয়ার মতো ১৩৬ কিউসেক বাড়তি জল তাঁদের কাছে নেই। তখন আদালত দিল্লি সরকারকে জল সরবরাহের জন্য উচ্চ যমুনা নদী বোর্ডের কাছে যাওয়ার নির্দেশ দেয়।

তীব্র জল কষ্ট অব্যাহত দিল্লিবাসীর। সঙ্গে দোসর চরম তাপমাত্রা। এমন অবস্থায় গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল হিমাচল প্রদেশ জল দেবে দিল্লিকে। নির্দেশ দেয় হিমাচল প্রদেশ প্রতিদিন দিল্লিকে ১৩৭ কিউসেক জল পাঠাবে। হরিয়ানার ক্যানাল এলাকা দিয়ে যাতে এই জল ঠিকমতো দিল্লিতে পৌঁছয় তার নিশ্চিত করতে হবে হরিয়ানা সরকারকে। আশা করা গিয়েছিল, এর ফলে দিল্লিতে কিছুটা হলেও কমতে চলেছে জল সঙ্কট। জল নিয়ে যাতে কোনও রাজনীতি না হয়, সেটাও দেখতে বলেছিল শীর্ষ আদালত।

দিল্লিবাসীর জলের হাহাকার মেটাতে আম আদমি পার্টির সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত হিমাচল প্রদেশ সরকারকে ১৩৭ কিউসেক অতিরিক্ত জল ছাড়ার নির্দেশ দেয়। হিমাচল প্রদেশ এতে আপত্তি এবং হরিয়ানা সরকার এই জল বয়ে যাওয়া নিয়ে কোনও বাধা সৃষ্টি করতে পারবে না বলেও নির্দেশে দিয়েছিল শীর্ষ আদালত। দিল্লির জন্য দেওয়া সেই জলের যাতে অপচয় না হয়, সেই বিষয়েও নজর রাখতে বলা হয়েছিল। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিলেও হিমাচল প্রদেশ জানিয়ে দিল তাদের কাছে দিল্লিকে দেওয়ার মতো বাড়তি জল নেই।

Related Articles