ব্রিজে বাইক দুর্ঘটনা, ৬০ ফুট নিচে বাড়ির ছাদে ছিটকে পড়লেন যুবক
The young man fell 60 feet down on the roof of the house

The Truth of Bengal: অস্বাভাবিক দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নেপানগর রেলওয়ে স্টেশন ওভারব্রিজে। সামনের চাকায় যান্ত্রিক সমস্যার কারণে একটি বাইকের দুই যুবক একটি ব্রিজের ডিভাইডারের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের পর বাইকের প্যাসেঞ্জার সিটে বসা এক ব্যক্তি ৬০ ফুট উঁচু ব্রিজ থেকে পড়ে ব্রিজের নিচে অবস্থিত একটি বাড়ির ছাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বিকট শব্দের কারণে দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান, ওভারব্রিজে দুর্ঘটনার সময় তারা তাদের বাড়িতে বসে চা খা ছিলেন। তখনই বাড়ির ছাদ থেকে বিকট শব্দ শুনতে পান। তিনি আরও বলেন, “আমরা বাড়ির সবাই বাইরে গিয়ে দেখি যুবকটি ছাদে রয়েছে।” বিকট শব্দ শুনে লোকজন ছাদ থেকে ছেলেটিকে উদ্ধার করে । ছাদ যুবককে নামিয়ে চিকিৎসার জন্য নেপানগরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান।
আহতের নাম বিজয় মহাজন তিনি বলওয়াদা গ্রামের বাসিন্দা। বিজয় মহাজন জানান,বন্ধু অজয় চৌকসের সঙ্গে বাইকে করে বাড়ি যাচ্ছিলেন তিনি, ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, নেপানগর রেলওয়ে ওভারব্রিজের উচ্চতা প্রায় ৬০ ফুট। সাধারণ মানুষদের দাবি, সরকারি কর্মকর্তারা ওভারব্রিজ নির্মাণের পর যদি পাশে রেলিং নির্মাণ করতেন তাহলে এই ধরণের দুর্ঘটনা এড়ানো যেত। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গার্ডেল বসানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।