দেশ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত দুই মহিলা

The water tank collapsed, killing two women

The Truth Of Bengal: জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই মহিলার। উত্তর প্রদেশের ভয়াবহ এই দুর্ঘটনায় ধ্বংসস্তুপের নিচে আরও একাধিক মহিলা ও শিশু চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় মথুরার আবাস বিকাশ পরিষদের কৃষ্ণবিহার কলোনিতে হুড়মুড়িয়ে ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩ জন। রাত থেকে চলছে উদ্ধারকাজ।

২.৫ লক্ষ লিটার জলধারণ ক্ষমতাসম্পন্ন বিশাল ওই জলের ট্যাঙ্কটি আচমকাই ভেঙে পড়ে জনবসতিপূর্ণ এলাকায়। চাঁপা প্রেন বহু মানুষ। ধ্বংসস্তুপ সরিয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারে নেমেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ এবং রাজ্যের এসডিআরএফ। এলাকায় মোতায়েন আছে বিশাল পুলিশ বাহিনা।

দুর্ঘটনার জন্য উত্তরপ্রদেশে হয়ে চলা প্রবল বৃষ্টিকে কারণ মনে করছে প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টির জেরে ট্যাঙ্কের গোড়ার মাটি আলগা হয়ে যাওয়ায় দুর্বল হয়ে পড়ে। তারপর ট্যাঙ্কটি হঠাৎ ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই অনেকেই চাপা পড়েন ওই ট্যাঙ্কের নীচে।

Related Articles